আন্তর্জাতিক

১৮১ করেও পাকিস্তানের কাছে হার, রোহিত বলছেন শিক্ষা

একটা সময় এক ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একপেশে ভারতের জয় হয়ে দাঁড়িয়েছিল। তবে সময় বদলেছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা এখন চোখে চোখ রেখে কথা বলছে। চলতি এশিয়া কাপের প্রথম পর্বে রোমাঞ্চকর ম্যাচে হারলেও সুপার ফোরে ঠিকই জয় তুলে নিয়েছে। ১৮২ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ হেরে ভারত দলপতি রোহিত শর্মা বলছেন তাদের জন্য এটা দারুণ শিক্ষা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভারত। ভিরাট কোহলির ৪৪ বলে ৬০ রানের সাথে লোকেশ রাহুল ও রোহিত শর্মার ২৮ রানের ইনিংস। ৭ উইকেটে ১৮১ রানের পুঁজি ভারতের।

জবাবে অধিনায়ক বাবর আজম ১৪ রানেই থামেন। তিন নম্বরে নামা ফখর জামানও ১৮ বলে ১৫ রানের ইনিংসে আটকে যান। বাবর-ফখর দুজনেই ফিরেছেন ভারতীয় লেগ স্পিনে। বাবরকে রবি বিষ্ণই, ফখরকে আউট করেন যুজবেন্দ্র চাহাল।

এরপরই পাকিস্তান বাজির ঘোড়া হিসেবে ৪ নম্বরে নামায় নিয়মিত ৭, ৮ নম্বরে ব্যাট করা বাঁহাতি মোহাম্মদ নেওয়াজকে। ২০ বলে ৪২ রানের ক্যামিওতে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে দেন দারুণ সঙ্গ। নেওয়াজের সাথে অবশ্য রিজওয়ানও ফেরেন ৫১ বলে ৭১ রান করে।

এর আগে বল হাতেও নেওয়াজ নেন ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট। শেষ দিকে জয়ের কাজটা সারেন খুশদিল শাহ (১৪*), আসিফ আলি (৮ বলে ১৬)। ১ বল আগে জয় পায় পাকিস্তান।

৫ উইকেটে হারা ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীতে ভারত দলপতি রোহিত শর্মা বলেন, ‘ আমরা এতে অবাক হইনি। দ্বিতীয় ইনিংসে পিচ কিছুটা ভালো হয়। এটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা। আমি ভেবেছিলাম আমাদের ভালো স্কোর ছিল। যেকোনো পিচ, যে কোনো ম্যাচে ১৮০ ভালো স্কোর। আমরা আজ অনেক কিছু শিখতে পেরেছি – এই ধরনের স্কোর করে কীভাবে কীভাবে জিততে হয় এ ধরণের মানসিকতা থাকা দরকার। পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’

‘এটা সত্যিকারের হাই ভোল্টেজ ম্যাচ। এমন ম্যাচে চাপে থাকাটাই স্বাভাবিক। এটা প্রতিবারই হয়। রিজওয়ান-নওয়াজের জুটি যখন ছিল তখনও আমরা শান্ত ছিলাম। কিন্তু সেই জুটিটা যখন লম্বা হচ্ছিল, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। তখনই ম্যাচের মোড় ঘুরে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button