ফ্র্যাঞ্চাইজি লীগ

সোহান ও মৃত্যুঞ্জয়কে দলে নিলো বাংলা টাইগার্স

আসন্ন টি-টেন লিগের জন্য আজ ক্রিকেটারদের নিলাম চলমান দুবাইয়ে। ‘প্লেয়ারস ড্রাফটে’ একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশের মালিকানা দল বাংলা টাইগার্স।

‘প্লেয়ারস ড্রাফটের’ আগেই চুক্তিতে সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভেড়ায় বাংলা টাইগার্স। তবে আজ প্লেয়ারস ড্রাফট চলকালীন বাংলাদেশের আরেক হার্ড-হিটার উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে দলে ভেড়ায় বাংলা টাইগার্স।

এরপরের সুযোগেই আরেক বাংলাদেশি তরুন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিকেও দলে নেয় বাংলা টাইগার্স।

‘প্লেয়ারস ড্রাফটের’ শুরু থেকেই একের পর এক তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দিচ্ছে দলটি। শুরুতেই বাংলা টাইগার্সের হয়ে গতবার খেলা আফগান হিটার হজরতুল্লাহ জাজাইকে দলে নেয় দলটি। এরপর ইংলিশ ক্রিকেটার জো ক্লার্ককেও যুক্ত করে বাংলা টাইগার্স।

আরেক ইংলিশ অলরাউন্ডার বেনি হওয়েলকে দলে নেয় দলটি। এরপর আবার বেন কাটিংকে দলে নিয়ে আবারো ‘বিগ সাইন’ করে বাংলা টাইগার্স।

আরব-আমিরাতের আরেক অভিজ্ঞ ক্রিকেটার রোহান মুস্তাফাকেও দলে নিয়েছেন দলটি। টি-টুয়েন্টি ক্যারিয়ার সমৃদ্ধ রোহানের, তবে তার দেশ আরব-আমিরাতের অবস্থান কিছুটা নিচে হওয়ার ফলে তিনি প্রমান করতে পারেনি তার পারফর্মেন্স।

এই নিয়ে মোট ৩ জন বাংলাদেশী ক্রিকেটারকে দলে নেয় ইয়াসির চৌধুরীর মালিকানা দলটি। আরো ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে দলটির।

গত আসরে শিরোপার কাছে যেতে গিয়েও শিরোপা জেতার স্বপ্ন ভঙ্গ হয়েছিলো বাংলা টাইগার্সের। সাকিব আল হাসানের নেতৃত্বে এবার আবারো নতুন স্বপ্ন দেখছে দলটি। এবার শিরোপা জেতার স্বপ্ন বাস্তবায়নে সেরাটা দিয়ে দল সাজানোর চেষ্টা করছে ইয়াসির চৌধুরী।

বাংলা টাইগার্সের ক্রিকেটারদের নেওয়ার টেবিলে আছেন আরেক বাংলাদেশী ও বাংলার ক্রিকেটের অভিভাবক নাজমুল আবেদিন ফাহিম। ফাহিমের অভিজ্ঞতার আলোকে আরো শক্ত দল গড়তে প্রস্তুত দলটি। ফাহিমের মতন একজন অভিজ্ঞ ক্রিকেটের অভিভাবক থাকায় দল সাজানোতে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বাংলা টাইগার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button