ক্রিকেট ফ্যাক্ট

সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের নিয়ে আইসিসির সেরা ৫টি ট্রোল

বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে আলোচনা যেন ভিন্ন মাত্রা যোগ হয়েছে। ক্রিকেটারদের ফলো করার পাশাপাশি ভক্তরা মজে থাকেন ক্রিকেটারদের প্রতিটি মুহূর্ত নিয়ে। কোনো খেলোয়াড় ভালো পারফর্ম করলে যেমন প্রশংসায় ভাসিয়ে দেন ভক্তরা তেমনি বাজে পারফম্যান্স নিয়ে ট্রোল করাও যেন নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।

ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ফেসবুক পেইজ কিংবা ব্যক্তিগতভাবে কেউ কেউ ট্রোল করলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও ট্রোল করতে ছাড়ে না ক্রিকেটারদের। এবার দেখে নেয়া যাক সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের নিয়ে আইসিসির সেরা ৫টি ট্রোল।

১। হাসান আলি

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। যেখানে পাকিস্তানের প্রসিদ্ধ বোলার হাসান আলি ব্যাটিং করতে নেমে ৩২ বল মোকাবেলায় করেন ২১ রান। তবে এরপর কাগিসো রাবাদার একটি বল মোকাবেলা করতে গিয়ে হাসান আলি যখন লেগ সাইডে স্লগ শট খেলতে যান তখন তার মিডল স্ট্যাম্প উড়ে যায় রাবাদার বলে। হাসান আলির এই আউট নিয়ে আইসিসি তাদের ফেসবুক পেইজে ট্রোল করে।

২। শোয়েব আখতার

গেল বছরে ইএসপিএনক্রিকইনফো একটি প্রতিবেদনে তুলে ধরে ক্রিকেটবিশ্বের ১০টি উত্তেজনাপূর্ণ ম্যাচের মুহূর্ত। যেখানে ঠাই দেয়া হয় রাওলাপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার এবং স্টিভেন স্মিথকেও। তবে শোয়েব আখতারের সাথে স্টিভেন স্মিথকে নিয়ে একটি ম্যাচের মুহূর্তকে রিটুইট করে আইসিসি। একটি হাস্যকর ছবি সংযুক্ত করে শোয়েব আখতারকে নিয়ে ট্রোল করতে দেখা যায় আইসিসিকে।

৩। শচীন টেন্ডুলকার

ক্রিকেটের লিটল মাস্টার খ্যাত সাবেক ভারতীয় অধিনায়ক শচীন টেন্ডুলকার বেশ কিছুদিন আগে তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় ভিনুদ কাম্বলিকে নেটে বল করছেন তিনি। এটুকু পর্যন্ত ঠিক ছিল বটে। তবে শচীন বল করতে গিয়ে বোলিং রেখা অতিক্রম করে ফেলেছিলেন। আর তা নিয়েই আইসিসি ট্রোল করে ফেলে। এক টুইটে আইসিসি সাবেক আম্পায়ার স্টিভ বাকনোরের একটি নো বল দেখানো সংকেতের ছবি সংযুক্ত করে শচীনকে লেখে, ‘’তোমার সামনের পা দেখো।‘’ আবার রিটুইটে জবাবও দেন শচীন। তিনি লেখেন, ‘’এবার অন্তত বল তো করছি আমি।‘’

২। ডেভিড ওয়ার্নার

ইংলিশ পেসার স্ট্রুয়াট ব্রডের সাথে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের দ্বন্দ্বটা যেন একটু বেশিই। ২০১৯ সালের অ্যাশেজে ৫ ম্যাচের মধ্যে ৭ বারই ওয়ার্নারকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন ব্রড। ক্রিকেট.কম.এইউ তাদের টুইটার হ্যান্ডেলে ডেভিড ওয়ার্নারের একটি ছবি সংযুক্ত করে একটি পোস্টে লেখে, ‘’ওয়ার্নার স্ট্রুয়াট ব্রডের সাথে আবারও যুদ্ধ শুরু করেছেন।‘’ তবে এমন পোস্টের পরদিন সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনেই ডাক মেরেছিলেন ওয়ার্নার। আর এমন ঘটনার পর ব্যাঙ্গাত্মকভাবে আইইসিসি রিটুইট করে সেখানে লেখে, ‘এটা ভালো সময়’।

১। মোহাম্মদ হাফিজ

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ চলাকালে পাকিস্তানের স্পিনার মোহাম্মদ হাফিজ বল করতে আসেন। ইনিংসের তৃতীয় ওভারের হাফিজ একটি লুপি ফুলটস বল দিলে সেই বলটি যায় সম্পূর্ন ফুলটস। আর এই সুযোগ মিস করেননি বাংলাদেশী ব্যাটসম্যান। বলটিকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। হাফিজের এই বলের ভিডিওর সাথে একটি ফুটেজ যোগ করে আইসিসি দেখায় বলটি হাফিজ হাত থেকে ছুড়ে মারার পর তা মহাকাশে চলে যায়। যেখানে ক্রিস গেইল ও শহিদ আফ্রিদিকেও দেখা যায় মহাকাশে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button