আন্তর্জাতিক ক্রিকেট

সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া, ৩০ পয়েন্ট পাচ্ছে আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। সেই সিরিজটিতে অংশ নিচ্ছে না অস্ট্রেলিয়া। সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্গত থাকায় এবং সফরকারী অস্ট্রেলিয়া বাতিল করায় ৩০ পয়েন্ট পাচ্ছে আফগানিস্তান।

নিজেদের হোম ভেন্যু হিসেবে স্বিকৃতি পাওয়া আরব-আমিরাতে এই সিরিজ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিরিজে খেলার ব্যাপারে শুরুতে আগ্রহী হলেও পরবর্তীতে দফায় দফায় বৈঠক করে তা বাতিলের সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তারা। আর যার ফলে ৩০ পয়েন্ট পাচ্ছে রশিদ-নবীরা।”

তালেবান ক্ষমতায় আসার পর নানান সমালোচিত সিদ্ধান্ত নিচ্ছে তারা। নারীদের জন্য ক্রিকেটও নিষিদ্ধ করা হয় এর আগে যা আগেই পছন্দ হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের। এই ব্যাপারে নিজেদের খারাপ লাগাও ইতোপূর্বে প্রকাশ করেছে তারা। এবারও সিএ জানিয়েছে, মূলত এই কারণেই সিরিজটি খেলতে যাচ্ছে না অস্ট্রেলিয়া।

এই সিরিজ বাতিলের কারণ হিসেবে সিএ একটি বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের প্রসারে সাহায্য করতে বদ্ধপরিকর। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাব দেশটিতে নারীদের অবস্থার উন্নয়নে। এই বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সাহায্যের জন্য তাদের ধন্যবাদ।’

আফগানিস্তান একমাত্র দল যাদের মহিলা দল খেলছেনা কোথাও। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপেও আফগান নারীদের অংশ না নিতে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিকে অস্ট্রেলিয়া এই সিরিজে অংশ না নেয়ায় পুরো ৩০ পয়েন্ট পেয়েছে আফগানরা। এতে অবশ্য চিন্তার কারণ নেই অজিদের। কেননা ইতোমধ্যেই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে অজিরা। আর তাই লাভ-লোকসানের প্রসঙ্গ আসছেনা কোন দলের জন্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button