ক্রিকেট ফ্যাক্ট

সিরিজ বাঁচানোর লড়াইয়ে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ গায়ানাতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলে সিরিজে ১-১ সমতা নিয়ে শেষ করার সুখস্মৃতি নিতে পারবে টাইগাররা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবার ক্ষত মুছতে যা কার্যকরও হতে পারে বেশ।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ বাঁচানোর এই লড়াইয়ে বাংলাদেশের ওপেনিং জুটিতে গত ম্যাচের মত এই ম্যাচেও থাকতে পারেন এনামুল হক বিজয় এবং লিটন দাস। মুনিম শাহরিয়ারের পিঠের ইনজুরি নিয়ে সুখবর না থাকায় এই ব্যাটার থাকতে পারেন একাদশের বাইরে।

পরিবর্তন আসার সম্ভাবনা নেই তিন নম্বর পজিশনেও। সাকিব আল হাসানকে তিনে দেখা গেলে চার নম্বরে অধিনায়ক রিয়াদই থাকতে পারেন ব্যাট হাতে। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুবর সাথে গত ম্যাচে সাকিবের সাথে জুটি বেধে রান করা নুরুল হাসান সোহান থাকতে পারেন আস্থার নাম হয়ে। এছাড়া  অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের সাথে গত ম্যাচে বল হাতে নজর কারা মোসাদ্দেক হোসেন সৈকত আবারও দেখাতে পারেন চমক।

অন্যদিকে বোলিং বিভাগে একটি পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ জানিয়েছেন পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে স্পিনার নাসুম আহমেদকে। উইকেট বিবেচনাতেই মূলত এক পরিবর্তন নিয়ে মাঠে নামার কথা ভাবছে রিয়াদের দল। তাসকিনের অনুপস্থিতিতে অবশ্য পেস বোলিং বিভাগ সামাল দিতে হবে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আজ রাত ১১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি।

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ।

লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button