ফ্র্যাঞ্চাইজি লীগ

সিপিএলে নতুন দলে খেলতে দেশ ছাড়ছেন সাকিব

নতুন মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে হতাশায় কাটল সাকিব আল হাসানের প্রথম টুর্নামেন্ট। খালি হাতে ফিরতে হলো এশিয়া কাপ থেকে। তবে দেশে ফিরেও বিশ্রামের সুযোগ খুব বেশি পেলেন না। আগামীকাল রাতেই উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে, লক্ষ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা।

এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন দেশসেরা এই অলরাউন্ডার। আজ (৫ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে নতুন যাত্রার জন্য দলটিকে শুভকামনা জানান সাকিব।

ছবিযুক্ত এই পোস্টে তিনি বলেন, ‘গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর সঙ্গে একটি নতুন যাত্রা। সিপিএল ২০২২ এ তাদের জন্য শুভকামনা!’

সিপিএলে খেলার আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব। সেই উদ্দেশে আগামীকাল (৬ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন তিনি।

আসরে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলেছে গায়ানা। প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৪ উইকেটে হারের পর দলটির দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে তার সঙ্গী ইমরান তাহির, শিমরন হেটমায়ার, তাবরিস শামসি।

টাইগারদের টি-টোয়েন্টির টেকনিকাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে আসন্ন ১২ তারিখ থেকে হতে যাওয়া ক্যাম্পে থাকবেন না সাকিব। বাংলাদেশ দল এরপর ২৪ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের পথে দেশ ত্যাগ করবে। সবঠিক থাকলে দলের সঙ্গে সেখানেই যোগ দেবেন নতুন এই অধিনায়ক।

সিপিএলে এবার ড্রাফট নয় সরাসরি চুক্তিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে চুক্তিবদ্ধ হন সাকিব। ৩১ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এশিয়া কাপে আফগানিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। ব্যর্থ মিশন শেষে গত ৩ সেপ্টেম্বর সকালে দেশে পৌঁছায় টাইগাররা। বিদেশী কোচিং স্টাফের সবাই ফিরে যান নিজ নিজ দেশে।

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে সাকিবের জন্য প্রস্তুতির দারুণ মঞ্চ হতে পারে সিপিএল। এই টাইগার অলরাউন্ডার আইপিএলের সর্বশেষ নিলামে অবশ্য দুই দফা ডাক পেয়েও ছিলেন অবিক্রিত। সিপিএলে এর আগে সাকিব খেলেছেন জ্যামাইকা তালাওয়াস ও বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button