ক্রিকেট ফ্যাক্ট

সিডন্সের পরিকল্পনায় জল ঢেলে দিলেন তামিম, ছাড়ছেন না ওপেনিং পজিশন

বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবালের ব্যাটিং পজিশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্যারিয়ার জুড়ে ওপেনার হিসেবে খেললেও তাকে এবার চার নম্বরে ব্যাটিং করাতে চান বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স।

সাকিব-তামিমদের উঠে আসার ক্ষেত্রে বড় অবদান ছিল জেমি সিডন্সের। খুব কাছ থেকে দেখেছেন তাদের ক্রিকেটের হাতেখড়ি। নতুন করে আবারও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হয়ে আসায় তামিমদের নিয়ে ভাবনাটা এখনও কাজ করছে তার।

তামিম ইকবালকে নিয়ে সিডন্সের নতুন পরিকল্পনা তাকে চার নম্বরে খেলাতে চান তিনি। গতকাল সিডন্স বলেছিলেন, ‘’বেশিরভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে (একটু নিচে নামার) সুযোগটা পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা।‘’

এদিকে কোচের এমন পরিকল্পনা জানানোর পর তামিম ইকবাল জানিয়েছেন ভিন্ন কথা। মিডল অর্ডারে ব্যাটিং করার কোনো পরিকল্পনাই নেই তার। টপ অর্ডার ছাড়ার অনিচ্ছার কথাও জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘’মিডল অর্ডারে ব্যাট করা নিয়ে কখনো ভাবিনি, এখনো ভাবছি না। আমার সে রকম কোনো ইচ্ছাও নেই। জীবনে একবারই মিডল অর্ডারে খেলেছিলাম। সেবার পাঁচ নম্বরে নামতে হয়েছিল চোটের কারণে। ৩৯ রান করেছিলাম সম্ভবত।‘’

হুট করেই তামিমকে চার নম্বরে খেলানোর পরিকল্পনা কেন জানাতে গেলেন সিডন্স? এমন প্রশ্নের জবাবে অবশ্য তামিম জানিয়েছেন এ ব্যাপারে সিরিয়াসভাবে এখনও কোনো আলোচনাই হয়নি কোচের সাথে।

তামিম আরও বলেন, ‘’এটা নিয়ে কারও সঙ্গে-ই আলোচনা হয়নি। ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে যদি কিছু বলেও থাকেন, সেটি ড্রেসিংরুমের আড্ডায় হয়তো বলে থাকতে পারেন। ড্রেসিংরুমে আমরা অনেক রকম মজা করি। লম্বা সময় ফিল্ডিংয়ের পর ওপেনারদের নামতে হয়। তখন হয়তো মজা করে কাউকে বলে থাকতে পারি যে, ইস! যদি পরে ব্যাট করতাম, তা হলে রেস্ট পাওয়া যেত। এটা স্রেফ মজা করে বলা, সিরিয়াস কিছু না।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button