
দলের স্বীকৃত ব্যাটাররা কোনো ম্যাচে সুবিধা করতে না পারলে টেল এন্ডাররা অনেক সময় দলের হাল ধরে থাকেন। ক্রিকেট বিশ্বের বড় দলগুলোতে এমন নজির রয়েছে বেশ। তবে এক্ষেত্রে বাংলাদেশ যেন কিছুটা পিছিয়ে। তাইজুল ইসলাম কিংবা তাসকিন আহমেদদের ব্যাটে মাঝেমধ্যে রানের দেখা মিললেও বেশিরভাগ সময়ই তারা থাকেন ব্যর্থতার কাতারে।
বাংলাদেশ দলের টেল এন্ডারদের এমন দশা থেকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। শেষের দিকে প্রতিপক্ষ দলের বোলারদের পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে টেল এন্ডারদের কাজে লাগাতে সিডন্সের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা রাজা জানিয়েছেন নিচের দিকে ব্যাট হাতে ক্রিজে সময় পার করতে পারলে দলের জন্যও বেশ কার্যকর হবে বলে মনে করছেন রাজা। এই পেসারের ভাষ্য, ‘’আসলে আমাদের ব্যাটিংটাও দরকার। আমরা যখন ব্যাটিং করি, আমাদের সঙ্গে যদি কোনো ব্যাটার থাকে আর আমরা যদি ওদের সাপোর্ট করতে পারি যদি তাহলে আমাদের দলের জন্য ভালো হবে। বিশ্বের অন্য দেশের টেল এন্ডার ব্যাটাররা ভালো করছে। সেই চেষ্টা আমরাও করছি, যেন আমাদের ব্যাটারদের সাহায্য করতে পারি।‘’
ব্যাটিং কোচ হিসেবে সিডন্স যোগ দেয়ার পর শুধু ব্যাটারদের নিয়েই কাজ করছেন এমনটা নয়। বোলাররাও যেন শেষের দিকে কিছুটা কার্যকরী ভূমিকা রাখতে পারেন সেদিকেও নজর দিচ্ছেন সিডন্স।
উইকেটে কিভাবে টিকে থাকতে হবে সেই মন্ত্র দেয়া হচ্ছে সিডন্সের পক্ষ থেকে মনটা জানিয়ে রাজা বলেন, ‘’উনারা (কোচ) সবসময় আমাদের প্রাধান্য দেন। কীভাবে উইকেটে টিকে থাকতে হয় এ ব্যাপারে মানসিকভাবে দৃঢ় করছেন, প্রেরণা দিচ্ছেন।‘’
দলে সিনিয়রদের অনুসরণ করে নিজের সেরাটা দেয়ার প্রত্যয় রাজার কণ্ঠে। তিনি যোগ করেন, ‘’বড় ভাইরা ভালো করছেন এটা আমাদের জন্য ভালো দিক। তাদের দেখে অনেক কিছু শিখছি। আমরাও ভালো করব এই বিশ্বাস থাকবে।‘’