ক্রিকেট ফ্যাক্ট

সাকিব দলের জন্য বাড়তি প্রেরণা: সুজন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলেলেও পারিবারের একাধিক সদস্য অসুস্থ থাকায় টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের অনুপস্থিতি দলের জন্য যে খুব একটা ভালো ফলাফল বয়ে আনেনি সেটাও ছিল স্পষ্ট। কেননা একজন সাকিব একাদশে থাকা মানে যে একজন বোলার ও একজন ব্যাটারের সার্ভিস পাওয়া।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারলেও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে রয়েছেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে সিরিজে দলে সাকিব যুক্ত হওয়াতে বাড়তি স্বস্তি দেখছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সাকিব ফেরায় দলে ভারসাম্য এসেছে জানিয়ে সুজন বলেন, ‘’এই কন্ডিশনে শ্রীলঙ্কা অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে। ভালো খেলা গুরুত্বপূর্ণ। হার-জিত তো নির্ধারণ হবে ৫ দিন খেলার পর। আমার চাওয়া দল প্রক্রিয়া আর পরিকল্পনা অনুযায়ী খেলুক। নিজেদের কন্ডিশনে চাপও থাকবে। সাকিব এসেছে, দলের ভারসাম্য ভালো হবে। আশা করি ভালো করব।‘’

একাদশে সাকিবের অন্তর্ভুক্তি হলে টিম কম্বিনেশন সাজানো খুব সহজ হবে বলেও মনে করছেন সুজন। সাকিবের একাদশে থাকা অধিনায়কের জন্যও বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান টিম ডিরেক্টর।

সুজনের ভাষ্য, ‘’সাকিব তো দলের জন্য বাড়তি প্রেরণা। যেকোনো অধিনায়ক চাইবে সাকিবের মত খেলোয়াড় দলে থাকুক, যে ম্যাচ উইনার। সাকিব আসায় দলের শক্তি অনেক বাড়বে, কম্বিনেশন সাজানো সহজ হবে।‘’

ইনজুরির কারণে লঙ্কা সফরের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজরা। তাদের অনুপস্থিতিতে যারা স্কোয়াডে রয়েছেন তাদের জন্যও এই সিরিজ বেশ বড় সুযোগ হিসেবেই দেখছেন খালেদ মাহমুদ সুজন।

তিনি যোগ করেন, ‘’মিরাজ-তাসকিনকে অনেক মিস করব অবশ্যই। এটা জীবনেরই অংশ। খেলার নিয়মিত শব্দ ইঞ্জুরি। তবে যারা সুযোগ পাচ্ছে ওদের জন্য বড় মঞ্চ নিজেকে প্রমাণের। আশা করি সুযোগ কাজে লাগাবে। দল ভারসাম্যপূর্ণ লাগছে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button