ক্রিকেট ফ্যাক্ট

সাকিবের টেস্ট অধিনায়ক হওয়া নিয়ে নতুন খবর দিলেন সুজন

সাকিব আল হাসান সাদা পোশাকের ফরম্যাট থেকে অনেকটা হুটহাট করেই ছুটি নিচ্ছেন সাম্প্রতিক সময়ে। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত খেলে গেলেও সাদা পোশাকে তার অনীহা নিয়ে চলছে বেশ আলোচনাও। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্য পারিবারিক কারণে চলে এসেছিলেন দেশে।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তার টেস্ট খেলা না খেলা নিয়ে চলে গুঞ্জন। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সাকিব লঙ্কা সিরিজ খেললেও আবারও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার সাদা পোশাকে মাঠে না নামার গুঞ্জন ওঠে। সবকিছু ছাপিয়ে সাকিবকে রাখা হয় টেস্ট স্কোয়াডেও।

এদিকে সদ্য বিদায় নেয়া টেস্ট অধিনায়ক মুমিনুল হকের স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা তা নিয়ে যখন আলচনা তুঙ্গে তখন সামনে এসেছে সাকিব আল হাসানের নাম। যদিও আগামীকাল (২ জুন) জানা যেতে পারে নতুন অধিনায়কের নাম। তবে সাকিবের নামটাও বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে অধিনায়ক হিসেবে।

সাকিব আল হাসান যেখানে টেস্ট ফরম্যাটে খেলতেই চান আন এর মধ্যে তাকে অধিনায়ক করতে চায় কিনা বোর্ড তা যখন মাঠের বাইরে আলোচনা হচ্ছে তখন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন ভিন্ন কথা। সুজনের ভাষ্য সাকিব সবসময় টেস্ট খেলতে চান।

সাকিবের টেস্ট খেলা সম্পর্কে বলতে গিয়ে সুজন বলেন, ‘’সাকিব সবসময় টেস্ট খেলতে চায়। আমি জানি না কেন কথাটা বারবার আসে, সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য ফরম্যাটের থেকে টেস্ট বেশি উপভোগ করি। আমি সবসময় বেশি টেস্ট খেলতে চাই।‘’

সাকিবের অধিনায়ক হওয়া নিয়ে গুঞ্জন থাকলেও সুজন জানালেন বিকল্প অধিনায়কদের নামও। তিনি যোগ করেন, ‘’যদি সাকিব খেলতে চায়, সাকিবকে বোর্ড অধিনায়কত্ব দিতে চায়, আমি মনে করি তাতে সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি বলছি না সাকিবই টেস্ট ক্যাপ্টেন হবে। তামিমও আছে। মাহমুদউল্লাহ যেহেতু ছেড়ে দিয়েছে, মুশফিকও আছে। তবে সে নেবে কী না, সেটা বড় ব্যাপার। কে হবে আমি জানি না।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button