ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বরিশালের তিনে তিন

অধিনায়ক সাকিব আল হাসানে উড়ছে ফরচুন বরিশাল। তার অলরাউন্ড পারফরম্যান্সে আরও একটি জয় তুলে নিলো বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে ১৪ রানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে বরিশাল।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৯.১ ওভারে ১৪৯ রান করে অলআউট হয় বরিশাল। জবাবে ১৯.৪ ওভারে ১৩৫ রান করে থেমে যায় চট্টগ্রাম।

মামুলী টার্গেট তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান চট্টগ্রামের ইনফর্ম ওপেনার উইল জ্যাকস। এরপর ৭০ রানের জুটি গড়েন আফিফ হোসেন ও শামীম হোসেন যদিও পার্টনারশিপটা স্লথ গতির ছিল। ব্রেকথ্র দিয়ে বরিশালকে ম্যাচে ফেরান সাকিব নিজেই।

৩২ বলে ৩৯ রান করা আফিফকে বোল্ড করে বিদায় করেন তিনি। এরপর শামীম ৩০ বলে ২৯ রান করে মেহেদী হাসান রানার বলে ফিরে যান। চাপে পড়া চট্টগ্রামকে টেনে তোলার চেষ্টা করতে থাকা চ্যাডউইক ওয়াল্টন ১৮ বলে ১৬ রান করেন। শেষ দিকে মেহেদি হাসান মিরাজ ঝড় তোলার চেষ্টা করলেও তা জয় এনে দিতে পারেনি দলকে। ফলে চট্টগ্রাম ম্যাচ হারে ১৪ রানে।

বরিশালের হয়ে চার ওভারে একটি মেডেনসহ মাত্র ৯ রান খরচায় তিন উইকেট নিয়েছেন আফগান মেজিক ম্যান মুজিব উর রহমান। ২৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটের পর বল হাতেও উজ্জ্বল অধিনায়ক সাকিব।

চিটাগাংয়ের শেষ ম্যাচে আগে টস জিতে ব্যাট করতে নামে বরিশাল। ক্রিস গেইলের সাথে ওপেন করেন নতুন খেলতে নামা মুনিম শাহরিয়ার। ২ বলে ১ রান করে শট ফাইন লেগে আনলাকি আউট হন মুনিম। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন গেইল ও নাজমুল হোসেন শান্ত। তিন ছক্কা ও এক চারে ১৯ বলে ২৫ রান করে মিরাজের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন গেইল।

এডিআরএসের মাধ্যমেও বিতর্কিত ভাবে আউট হন নাজমুল হোসেন শান্ত। মাঠের আম্পায়ার আউট না দিলেও টিভি আম্পায়ার ক্যাচ আউট দেন। মাঠে থাকা সাকিব আল হাসানের সাথে আম্পায়ারের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ২৯ বলে ২৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে সাকিবের সাথে ৫৫ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয়। তিনি হাঁকান দুইটি ছক্কা। তবে এদিন চট্টলার স্পিনার নাসুম আহমেদ ছিলেন অনেক খরুচে, দেন ২৯ রান করেছেন মাত্র ২ ওভার। ব্যাট হাতে অধিনায়ক সাকিব সামনে থেকেই নেতৃত্ব দেন। ৩০ বলে অর্ধশতক হাঁকান তিনি। নাসুমের টানা তিন বলে সাকিব হাঁকান তিনটি ছক্কা। তবে অর্ধশতক স্পর্শ করেই সাকিব বিদায় নেন মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে। সাকিবের ইনিংসে ছিল তিনটি করে ছক্কা ও চার।

বিপিএল অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়া মৃত্যুঞ্জয়। ২ ওভারে ১২ রান খরচ করেন চারটি উইকেট পান তিনি। ৯ রানের বিনিময়ে শরিফুল পান দুইটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল: ১৪৯/১০ (১৯.১ ওভার) সাকিব ৫০, শান্ত ২৮, গেইল ২৫; মৃত্যুঞ্জয় ৪/১২, শরিফুল ২/৯

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৫/১০ (১৯.৪ ওভার) আফিফ ৩৯, শামীম ২৯, মিরাজ ২৬, ওয়ালটন ১৬ মুজিব ৩/৯, সাকিব ৩/১০, রানা ২/২১

ফলাফল: ফরচুন বরিশাল ১৪ রানে জয়ী।

-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button