ক্রিকেট ফ্যাক্ট

সাকিবের অভাব পূরণ করতে চান মোসাদ্দেক

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে প্রাথমিকভাবে রাখা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতকে। পরবর্তিতে ১৬ জনের স্কোয়াডে বাড়তি ক্রিকেটার হিসেবে যুক্ত হন মোসাদ্দেক।

মেহেদি হাসান মিরাজের ছিটকে যাওয়ার পর কোভিড পজিটিভ হয়ে সাকিব আল হাসান প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় একজন অলরাউন্ডারের ঘাটতি তাই দেখা দিতে পারে মূল একাদশে। তিন বছর পর টেস্ট দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক তাই মূল একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিয়েই আবারও থিতু হতে চান জাতীয় দলে।

টিম কম্বিনেশন মিলাতে গিয়ে শেষ পর্যন্ত মোসাদ্দেককে একাদশে রাখা হলে নিজের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন তিনি নিজেই। মোসাদ্দেক বলেন, ‘’স্কোয়াডে আছি জানার পর থেকেই টুকটাক শুনছিলাম খেলার সম্ভাবনা আছে। তখন থেকেই একটা পরিকল্পনা কাজ করছে। এখন পর্যন্ত যেখানেই খেলেছি ভালো খেলার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত হয়ত টিম কম্বিনেশনের কারণে আমার জায়গা হয়নি। আবার সুযোগ এসেছে, চেষ্টা করব এবার জায়গা ধরে রাখার।‘’

ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করেছেন মোসাদ্দেক। সাকিবের অনুপস্থিতিতে তাই দুই বিভাগেই নিজেকে উজার করে দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। মোসাদ্দেকের ভাষ্য, ‘’টিম ম্যানেজমেন্ট হয়ত এভাবেই চিন্তা করেছে। সুযোগ এলে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। যে ম্যাচগুলো খেলেছি সেখানে সেভাবে সুযোগ আসেনি আমার। এবার সুযোগ এলে নিজের জায়গা থেকে চেষ্টা করব।‘’

সাকিব আল হাসানের ছিটকে যাওয়ার পর বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তাকে না পাওয়া দলের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। একই কথা উঠে এলো মোসাদ্দেকের কণ্ঠেও। তবে সাকিব না থাকলেও দলকে মানিয়ে নিতে হবে বলেও মনে করছেন এই অলরাউন্ডার।

মোসাদ্দেক যোগ করেন, ‘’সেরা দলই পাবেন এটা আপনি কখনও বলতে পারবেন না। যেভাবে আছে সেভাবে মানিয়ে নিয়েই খেলতে হবে। সাকিব ভাইকে না পাওয়া দুর্ভাগ্যের। এটা আমাদের হাতে নেই।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button