ক্রিকেট ফ্যাক্ট

সর্বশেষ ১০ ম্যাচে কেমন ছিল বিরাট কোহলির ব্যাটিং?

টিম ইন্ডিয়ার সাবেক কাপ্তান বিরাট কোহলির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাট হাতে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এসে যেন তার ব্যাট আরও ম্লান হয়ে গেছে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হবার পর সিরিজের শেষ ম্যাচে ২ বল মোকাবেলায় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। এছাড়া সিরিজের প্রথম ম্যাচে দুটি চার হাঁকিয়ে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে দেখা যায়। দ্বিতীয় ম্যাচে এসে মাত্র ১৮ রান আসে ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাট থেকে।

কোহলির সর্বশেষ ১০টি ওয়ানডে ইনিংসের দিকে নজর দেয়া যাক। গত ১০ ওয়ানডে ইনিংসে কোহলি করেছেন ৩৩৪ রান। যেখানে তার ব্যাটিং গড় ৩৩.৪০। সব মিলিয়ে কোহলির ব্যাটিং গড় যেখানে ৫৮ এর বেশি।  ২০২০ সালের ডিসেম্বর থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সহ ১০ ম্যাচের মধ্যে কোহলি হাঁকিয়েছেন মোট ৫টি অর্ধশতক। তবে সর্বশেষ পাঁচ ম্যাচে দুইটা ডাক সহ তার অর্ধশতকের সংখ্যা কেবল ১টি। বাকি চার ম্যাচে তার রানসংখ্যা ০, ৮, ১৮, ০।

ভারতের সাবেক এই অধিনায়ক সর্বশেষ শতকের দেখা পেয়ছেন বেশ আগে। ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শতক হাঁকিয়েছিলেন কোহলি। ইডেন গার্ডেন্সে হওয়া দিবা-রাত্রির সেই টেস্টে শতক হাঁকানোর পর তিন অঙ্কের দেখা পাননি তিনি। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে তার শতক আরও আগে। ২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ওয়ানডে শতকের দেখা পেয়েছিলেন এই ব্যাটসম্যান।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে ৯৯ বলে কোহলির ১১৪ রানের অপরাজিত ইনিংসের সাথে শ্রেয়াশ আইয়ারের ৬৫ রানে ভর করে টিম ইন্ডিয়া বৃষ্টি আইনে জয়ের দেখা পেয়েছিল ৬ উইকেটের বড় ব্যবধানে।

ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে নিজেকে মেলে ধরতে না পারলেও দ্রুতই স্বরুপে ফিরবেন কোহলি এমনটা প্রত্যাশা তার ভক্তদের। ক্রিকেট বিশ্বে অন্যতম ধারাবাহিক এই ব্যাটসম্যানের অধারাবাহিক পারফরম্যান্স যেন সহজভাবে মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button