ক্রিকেট ফ্যাক্ট

শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে নতুন পরিকল্পনা বাংলাদেশের

আগামী ১৫ই মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ই মে শুরু হবে দুই দলের লড়াই। ইতোমধ্যেই লঙ্কা বধের নানা পরিকল্পনার ছক কষছে স্বাগতিকরা। যার অংশ হিসবে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন নতুন বলে বেশি উইকেট নেয়ার কথা।

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হতে দেখা যায়। ফলে বোলাররা বাড়তি সুবিধা যে খুব একটা পান না তা স্পষ্ট। ডোনাল্ডের মতে নতুন বলে বোলিং করাটা খুবই গুরুত্বপূর্ণ হবে দলের জন্য। ইনসুইং কিংবা আউটসুইংয়ের পেছনে না ছুটে সঠিক জায়গায় বল করার প্রক্রিয়া অনুসরণ করার পেছনেই জোর দিয়েছেন তিনি।

ডোনাল্ড বলেন, ‘’এরকম পিচে, কিংবা আমার খেলার অভিজ্ঞতা থেকে যদি বলি পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার পিচে বল সোজা আসে। নতুন বলে ভালো করা তাই গুরুত্বপূর্ণ। গত কিছু দিনের অনুশীলনে আমরা জোর দিয়েছি নতুন বলের ওপর। এটা কতটা গুরুত্বপূর্ণ, হট জোন কোথায় পেতে হবে, অনেক সময় ধরে চেষ্টা করতে হবে। খুব বেশি বৈচিত্র্য বা ইনসুইং আউটসুইংয়ের পেছনে ছোটা যাবে না। প্রক্রিয়া ঠিক রাখতে হবে।‘’

নতুন বলে উইকেট তুলে নেয়ার গুরুত্বের পাশপাশি পুরনো বলে ধৈর্য্যের সাথে বল করে যেতে হবে তাও মনে করেন টাইগারদের পেস বোলিং কোচ। তার মতে সৃজনশীলতার পরিচয় দিতে হবে পুরনো বলে বোলিং করার সময়।

ডোনাল্ড যোগ করেন, ‘’এখানে সবচেয়ে বড় ব্যাপার হল পুরনো বলে বল করা। আজ এটা নিয়েই সব কাজ করা হয়েছে। প্রত্যেক অনুশীলন সেশনে আমি বলি- বল পুরনো হয়ে গেলে ধৈর্য ধরো এবং পুরনো বল নিয়ে কারিকুরি দেখাও। নিজেদের কন্ডিশনে কীভাবে বল করতে হবে এটা তো ছেলেদের বলার প্রয়োজন নেই। তারা জানে এই উইকেটে কেমন হতে পারে। তবে সার্বিকভাবে ধৈর্য, চেষ্টা আর সৃজনশীলতার পরীক্ষা হবে।‘’

‘’ নতুন বলে ফুলার লেন্থে বল করতে হবে। প্রথম ৩০ ওভারে নিজেদের সেরাটা দিতে হবে যাতে ৪০ রানের মধ্যে শ্রীলঙ্কার ৩ উইকেট ফেলা যায়। বলের অবস্থা কাজে লাগানোও গুরুত্বপূর্ণ। এখানে অনেক গরম, আর্দ্রতা বেশি। উপমহাদেশের কন্ডিশন যেমন হয় আরকি। ৩০ ওভার পর ধৈর্য আর শৃঙ্খলা দেখাতে হবে, এটা দিয়েই চাপ তৈরি করতে হবে। বল পুরনো হলে রিভার্স সুইং আসতে পারে। তাই প্রক্রিয়া মেনে খেলতে হবে। শৃঙ্খলা, মানসিকতা আর সৃজনশীলতা বড় ভূমিকা রাখবে।‘’ যোগ করেন অ্যালান ডোনাল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button