ক্রিকেট ফ্যাক্ট

শ্রীলঙ্কাকে ৪০০ রানের মধ্যে আটকানোর পরিকল্পনা বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ দল মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। সাগরিকায় প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করেছে ২৫৮ রান। প্রথম দিনে বাংলাদেশ দল খুব বেশি সফলতা বয়ে আনতে না পারলেও দ্বিতীয় দিনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

টাইগারদের এই কোচ জানিয়েছেন দ্বিতীয় দিনের প্রথম সেশনে দ্রুত ২ উইকেট তুলে নিতে পারলে লঙ্কানদের আটকানো অনেকটা সহজ হবে। দুই দলের লড়াইটা প্রথম দিনে সমানে সমান হয়েছে মন্তব্য করে হেরাথ বলেন, ‘’৪ উইকেট হারিয়ে ওরা ২৫৮ রান করেছে। কাল সকালে যত দ্রুত সম্ভব দুটি উইকেট তুলে নিতে হবে আমাদের। আমরা তাদের ৪০০ রানের নিচে রাখতে চাই। তাই আরও ১২০-১৩০ রানের মধ্যেই তাদের অলআউট করতে হবে। আজকের পারফরম্যান্স অনেকটা সমান সমান। শ্রীলঙ্কাকে কিছু কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে ম্যাথিউসকে- যা দারুণ একটি শতক হাঁকিয়েছে। তারা যেমনি ভালো ব্যাট করেছে, আমরা আবার তেমনি বোলিং ভালো করেছি।‘’

প্রথম দিনে বাংলাদেশ দলের বোলারদের পরীক্ষা নিয়ে শতক হাঁকিয়ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১১৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন মাঠে নামবেন এই ব্যাটার। একটা সময় হেরাথের সাথে শ্রীলঙ্কা জাতীয় দল মাতানো ম্যাথিউসের প্রশংসাও করেন হেরাথ।

শ্রীলঙ্কা দলকে আরও অনেক কিছু দেবেন ম্যাথিউস এমনতা আশা প্রকাশ করে হেরাথ বলেন, ‘’ওকে আমি ভালো করে চিনি। আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি। দেশের জন্য তার ভালো করার ক্ষুধা কাজ করে সবসময়। তার বয়স যতই হোক, সবসময়ই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। এই গরমের মধ্যে দারুণ এক শতক হাঁকাল। আমি নিশ্চিত, সে শ্রীলঙ্কাকে আরও অনেক কিছু দেবে।‘’

ম্যাচের পরবর্তী দিনগুলো বাংলাদেশ দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে মন্তব্য করে হেরাথ যোগ করেন, ‘’তাদের এম্বুলদেনিয়া, মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভার মত স্পিনার আছে। আমাদের জন্য আগামীকাল ও পরবর্তী দিনগুলো ভালোই চ্যালেঞ্জিং হবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button