ক্রিকেট ফ্যাক্ট
জনপ্রিয়

শ্রীলংকার বিরুদ্ধে সাউথ আফ্রিকার রান বন্যা

 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২৮-৫ রান করেছে।

এই ম্যাচে এইডেন মার্করাম ৪৯ বলে তার সেঞ্চুরি পূর্ণ করেন। যা এখন পর্যন্ত ওডিআই বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

এর আগে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়েন ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিল যেটি ছিল এতদিন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি

 দক্ষিণ আফ্রিকার শীর্ষ চার ব্যাটারদের মধ্যে তিনজন, কুইন্টন ডি কক এবং রাসি ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্কারাম সেঞ্চুরি করেছেন। যা বিশ্বকাপ ইতিহাসের প্রথম কোন ইনিংসে ৩ জন ব্যাটম্যান একই সাথে সেঞ্চুরি করলেন

ভারতের অরুণ জয়তলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে,দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওভারে অধিনায়ক টেম্বা বাভুমাকে হারিয়ে প্রথমেই একটা ধাক্কা খায়, তারপরে ডি কক এবং ভ্যান ডার ডুসেন করেন ২০৪ রানের বড় পার্টনারশিপ। এই পার্টনারশিপ ভাঙ্গেন শ্রীলংকার মাদুশাঙ্কা দ্বিতীয় উইকেটে ডিকক বিদায় নেন ৮৪ বলে ১০০ করে। এরপর ভাল্লাগের বলে আউট হন ডুসেন

 দু’জন বিদায় নেওয়ার পরে, মার্কারাম ক্রিজে এসে একের পর এক শ্রীলঙ্কান বোলারদের পেটাতে থাকেন আজকের ইনিংসে ১৪ টি চার এবং ৩ টি ছক্কা মেরেছেন। এছাড়া শেষে হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের ঝড়ো দুইটা ক্যামিও ইনিংসে ভর করে ৪২৮ রানের বড় ইনিংসের দেখা পায় সাউথ আফ্রিকা। যা এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। ডেভিড মিলার ২১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

  • ২০১৫ সালে পার্থে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪১৭-৬ ছিল পুরুষদের বিশ্বকাপে আগের সর্বোচ্চ স্কোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button