ক্রিকেট ফ্যাক্ট

শরিফুল-জয় বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার হবে: শ্রীলঙ্কার কোচ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ সফলতা বয়সভিত্তিক বিশ্বকাপের শিরোপা জয়। যে শিরোপা এসেছিল শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শামিম পাটোয়ারি ও আকবর আলিদের হাত ধরে।

সময়ের পরিক্রমায় বিশ্বকাপজয়ী দল থেকে বেশ কয়েকজন জাতীয় দলে প্রবেশও করেছেন ইতোমধ্যে। পেসার শরিফুল ইসলাম তো এখন তিন ফরম্যাটেই দলের স্থায়ী সদস্য হয়ে গেছেন। টেস্ট ক্রিকেটে সম্প্রতি মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরছেন দিন দিন, সেই সাথে কুড়াচ্ছেন সুনামও।

বয়সভিত্তিক ক্রিকেটে বিশ্বকাপ জয়ের সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন নাভিদ নেওয়াজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে প্রায় চার বছর কাজ করার পর নাভিদ এখন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।

শরিফুল-জয়রা যখন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তখন তাদেরই সাবেক কোচ প্রতিপক্ষ দলকে নিয়ে এসেছেন মোকাবেলা করতে। তবে প্রতিপক্ষ দলের কোচের দায়িত্ব পালন করলেও নাভিদ নিজের পুরনো শিষ্যদের খোঁজটাও যে ভালোই রেখেছেন তা স্পষ্ট তার কথাতেই।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মিরপুরে অনুশীলন শেষে নাভিদ নেওয়াজ জানিয়েছেন দীর্ঘ চার বছর বাংলাদেশে কাজ করাটা বেশ উপভোগ করেছেন তিনি। নাভিদ বলেন, ‘’বাংলাদেশে চার বছর খুব উপভোগ করেছি। দারুণ ছিল। আমার মনে হয় আমার চার বছরে বাংলাদেশকে কিছু দিতে পেরে পেশার প্রতি সুবিচার করতে পেরেছি।‘’

নিজের সাবেক শিষ্যদের প্রতি আস্থার পারদটা বেশ উর্ধ্বমুখি নাভি নেওয়াজের। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা শরিফুল-জয়রা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হয়ে ওঠবেন তারা এমনটাই মনে করেন নেওয়াজ।

লঙ্কান সহকারী এই কোচের ভাষ্য, ‘’যেকোনো পরিস্থিতি সামলানোর জন্য তাদের যথেষ্ট স্কিল আছে। আমি থাকা বা না থাকায় কিছু যায়-আসে না। তারা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন দেশে গিয়ে মানিয়ে নিতে হবে তাদের। আশা করি, তারা একদিন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button