ক্রিকেট ফ্যাক্ট

লিটন-মুশফিকের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ দলের উপরের সারির ব্যাটাররা। দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরে গেছেন খালি হাতেই। প্রথম দিনের শুরুতেই মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের সম্মান অবশ্য বাঁচিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

এই দুই ব্যাটারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৩৬৫ রানের দুর্দান্ত এক পুঁজি পেয়েছে বাংলাদেশ। যেখানে লিটন এবং মুশফিকুর রহিম জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে দলের জন্য অবদান রেখেছেন। লিটন দাস ও মুশফিকুর রহিম।

এদিকে লিটন-মুশফিকের এমন ব্যাটিংয়ের পর বেশ কয়েকটি রেকর্ড দখলে নিয়েছে বাংলাদেশ। দেখে নেয়া যাক সেই রেকর্ডগুলো।

এর আগে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৬ জন ব্যাটার ডাক মেরেছিল। যেখানে দল অলআউট হয়েছিল মাত্র ৮৭ রানে। দ্বিতীয়বার ৬ ব্যাটার ডাক মারার লজ্জার রেকর্ডে নাম লেখিয়েছে টাইগাররা।

এক ইনিংসে ছয় ব্যাটার ডাক মারার রেকর্ড অবশ্য রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের। তবে তারা একবার করে এক ইনিংসে ৬ ব্যাটার ডাক মেরেছে।

মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে প্রথম ইনিংসে গড়েছেন ২৭২ রানের জুটি। যা ষষ্ঠ উইকেট জুটিতে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। লঙ্কানদের বিপক্ষে যেকোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি বাংলাদেশের জন্য। সেই সাথে ২৫ রানের আগে ৫ উইকেট হারানোর পর সর্বোচ্চ রানের জুটি গোটা বিশ্বেই শীর্ষে রয়েছে লিটন-মুশফিকের এই জুটি।

১৪৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছয় ব্যাটার ডাক মারার পর জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন মুশফিক-লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ছয় ব্যাটার ডাক মারার পর ৩৬৫ রান সংগ্রহ করতে পারেনি এর আগে কোনো দল।

ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও এগিয়ে রয়েছেন লিটন। বিশ্বের সব ব্যাটারকে ছাপিয়ে ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ ৯১৫ রান করেছেন লিটন দাস। এছাড়া টেস্ট ক্রিকেটে ৫০৬ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button