ক্রিকেট ফ্যাক্ট

মোসাদ্দেককে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন অধিনায়ক

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণার দলে ছিলেন মেহেদি হাসান মিরাজ। ১৬ সদস্যের স্কোয়াড থেকে মিরাজের ছিটকে যাওয়ার পর দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল স্পিনার নাইম হাসানকে। পরবর্তীতে আবারও যুক্ত করা হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতকে।

প্রথম ম্যাচের মূল একাদশে অবশ্য জায়গা মিলেনি মোসাদ্দেকের। নাইম হাসানকে একাদশে রাখা হলে বল হাতে বাজিমাত করেছিলেন তিনি। তবে প্রথম টেস্ট চলাকালেই ইনজুরিতে পড়ে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন নাইম। তাই দ্বিতীয় টেস্টের একাদশে মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।

এদিকে ম্যাচ শুরু আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন ম্যাচের মূল একাদশে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেককে নিয়ে দলের আলাদা পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মুমিনুল।

মোসাদ্দেককে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘’আপনি কীভাবে নিশ্চিত হলেন মোসাদ্দেকই খেলবে? এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়ত ওর খেলার সম্ভাবনাই বেশি। স্পিন বিভাগ দেখুন- তাইজুল গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক খেললে ওর ভূমিকা হয়ত একটু ভিন্ন হবে।‘’

মিরপুরের উইকেটে বড় ভূমিকা রাখতে পারেন স্পিনাররা। স্লো উইকেটে একাদশেও একজন বাড়তি স্পিনারের প্রয়োজন হতে পারে। ফলে অলরাউন্ডার মোসসাদ্দেকের গুরুত্বও রয়েছে বেশ। একাদশে একজন স্পিন বোলিং অলরাউন্ডার যুক্ত হলে ব্যাটিং বিভাগেও শক্তিমত্তা বাড়বে টাইগারদের।

একাদশে মোসাদ্দেক যুক্ত হলে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের সাথে মোট স্পিনারের সংখ্যা হবে তিনজন। মোসাদ্দেককে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করার কথা জানিয়ে মুমিনুল যোগ করেন, ‘’মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন। এভাবেই এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে হবে। মোসাদ্দেক যদি খেলে ওকে ভালোভাবে, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ। সাকিব ভাই, তাইজুল যেহেতু আছে, ওদের নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আশা করি কোনো সমস্যা হবে না।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button