ক্রিকেট ফ্যাক্ট

মুশফিকের ‘রিভার্স সুইপ’ শট নিয়ে মুখ খুলেছেন রাসেল ডমিঙ্গো

মুশফিকুর রহিম আর ‘রিভার্স সুইপ’ শট দুটোই যেন এক সুতোয় গাঁথা। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট যেকোনো ফরম্যাটই হোক না কেন মুশফিকুর রহিমের রিভার্স সুইপ শট চোখে পড়বেই তা যেন এক আবশ্যিক ব্যাপার। এই শট খেলে অবশ্য বেশ সফলতাও পেয়েছেন টাইগারদের এই ব্যাটিং স্তম্ভ।

মুশফিকের রিভার্স সুইপের সফলতার গল্পটা যতটা বড় ঠিক একই মাত্রায় রয়েছে ব্যর্থতার গল্পটাও। দলের দুঃসময় যেখানে দেখশুনে হাল ধরে খেলা প্রয়োজন তখন রিভার্স সুইপের মত বিলাসী শট খেলে মুশফিকের আউট হওয়ার নজিরও রয়েছে বেশ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দল যখন ফলোঅন এড়াতে ব্যস্ত তখন অর্ধশতক হাঁকিয়ে ক্রিজে সেট হওয়া মুশফিক রিভার্স সুইপ খেলে আউট হয়ে হুট করেই সাজঘরে ফিরে যান।

মুশফিকের ওই আউট নিয়ে অবশ্য সমালোচনার তীরে তাকে বিদ্ধ হতে হয়েছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। মুশফিকের রিভার্স সুইপ নিয়ে যখন চারদিকে যখন সমালোচনা তখন হেড কোচ রাসেল ডমিঙ্গো মুশফিককে পরামর্শ দিয়েছেন ম্যাচের পরিস্থিতি বুঝে তবেই যেন রিভার্স সুইপ খেলেন।

এই শটে বেশ আত্মবিশ্বাসী মুশফিক এমনটা জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘’সে দারুণ একজন রিভার্স সুইপার, যে রিভার্স সুইপ থেকেই অতীতে অনেক রান পেয়েছে এবং এই শটে সে আত্মবিশ্বাসী। একজন বাঁহাতি ব্যাটার হলে প্রথম ২০-৩০ বলেই কভার ড্রাইভিং করতে গেলে আপনি চাপে থাকবেন। ৫০-৬০ রানের পর কভার ড্রাইভ খেলা ঠিক আছে। রিভার্স সুইপের ব্যাপারটিও তাই। কখন খেলছেন এটা গুরুত্বপূর্ণ।‘’

রিভার্স সুইপ নিয়ে মুশফিকের নিজের কোনো সমস্যা না থাকলে ডমিঙ্গো মনে করেন এতে নেই অন্য কোনো সমস্যা। তবে সময় বুঝে রিভার্স সুইপ খেলার পরামর্শও দিয়েছেন হেড কোচ। তিনি যোগ করেন, ‘’কেউ কোনো শট ভালো খেললে, এই শটকে ভালো অপশন মনে করলে এতে সমস্যা নেই। শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ। কখন এবং কেন এই শট খেলা প্রয়োজন তা বোঝা গুরুত্বপূর্ণ।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button