মুশফিকের ‘রিভার্স সুইপ’ শট নিয়ে ভোল পাল্টালেন মুমিনুল

সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিমের ‘রিভার্স সুইপ’ শট উঠে এসেছে আলোচনায়। তবে মুশফিকের অতি পরিচিত এই শট ইতিবাচক আলোচনায় নয়, অনেকটা নেতিবাচক আলোচনায় রয়েছে।
গত দক্ষিণ আফ্রিকা সিরিজে পোর্ট এলিজাবেথ টেস্টে দলের বিপর্যয়ের সময় হাল ধরা মুশফিক অর্ধশতক হাঁকিয়ে ইনিংস যখন বড় করার পথে তখন রিভার্স সুইপ শট খেলে আউট হন এই ব্যাটার। ফলে ঐ সময় দলকেও পড়তে হয়েছিল বিপাকে। ওই সময় অবশ্য অধিনায়ক মুমিনুল হক মুশফিকের রিভার্স সুইপ শটের পক্ষেই কথা বলেছিলেন।
অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরু হবার আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন ম্যাচের পরিস্থিতি বুঝে যেন মুশফিক রিভার্স সুইপ শট খেলেন। হেড কোচের এমন মন্তব্যের পর মুমিনুল মুমিনুলও নিজের মত ঘুরিয়েছেন মুশফিকের রিভার্স সুইপ শট নিয়ে। আগেরবার সমর্থন করলেও এবার তিনি জানালেন ভিন্ন কথা।
হেড কোচের কথায় সুর মিলিয়ে মুমিনুলও জানালেন পরিস্থিতি অনুযায়ী যেন রিভার্স সুইপ শট খেলেন মুশফিক। মুমিনুলের ভাষ্য, ‘’এর আগে আমি সমর্থন দিয়ে কথা বলিনি। আমি বলেছিলাম, পরিস্থিতি বুঝে খেলা। উনি যদি মনে করে ঐ পরিস্থিতিতে খেলা যায়। আমি যদি মনে করি এই পরিস্থিতিতে খেলা ঠিক হয়নি, এটা উনিও বুঝতে পারবে।‘’
দলের অধিনায়ক সর্বদা সামনে থেকে এগিয়ে নেন দলকে। মাঠের সিদ্ধান্তগুলো অনেকটাই নির্ভর করে অধিনায়কের সিদ্ধান্তের উপর। ব্যাটিং কিংবা বোলিং দুইদিন থেকেই অধিনায়কের কৌশল মাঠে প্রয়োগ করে থাকেন। তাই ম্যাচের ফলাফল ইতিবাচক অথবা নেতিবাচক যাই হোক না কেন অধিনায়কের উপর দায় চলে আসে স্বাভাবিকভাবেই।
দলের ক্রিকেটাররা অধিনায়কের কাছ থেকে ক্রিকেটাররা কিছু শিখছেন কিনা তার জবাবটা অবশ্য মুমিনুল দিয়েছেন কৌশলে। মুমিনুল যোগ করেন, ‘’আমার বলার দরকার নেই। আপনি-আমি সবাই বুঝতে পারব সে শিখতে পারেনি। (ড্রেসিংরুমে কিছু বলেন কি না) আমি ড্রেসিংরুমে তো এটা বলতেই পারি; বলি।‘’