ক্রিকেট ফ্যাক্ট

মুনিম ও সাকিবের নৈপুণ্য, পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২১তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিব আল হাসানের বরিশাল।

আজ শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। দিনের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান জড়ো করে বরিশাল। প্রথমবার দেড়শ ছাড়ানোর দিনেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ৩৭ বলের মোকাবেলায় ৫০ রান করেন,৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।

তার আগে মুনিম শাহরিয়ারের ব্যাটে বরিশাল পায় ভালো শুরু। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৫ বলে ৪৫ রান করা মুনিম অল্পের জন্য পাননি বিপিএলে প্রথম অর্ধশতকের দেখা। ৩৭ বলে স্লথ গতিতে ৩১ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। কুমিল্লার পক্ষে বামহাতি স্পিনার তানভীর ইসলাম শিকার করেন ২ উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। অধিনায়ক ইমরুল কায়েসকে হারিয়ে শুরু হয় উইকেট পতনের, ৩৫ রানেই সাজঘরে ফেরেন শুরুর দিন ব্যাটসম্যান। মুমিনুল হকের ৩০ বলে ৩০ ও লিটন দাসের ১৭ বলে ১৯ রানের দুই ইনিংস কিছুটা সম্মান হারের ব্যবধান কমায় কুমিল্লার।

শেষদিকে ১৩ বলে ১৭ রান করেন আফগান অলরাউন্ডার করিম জানাত; ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন টেইলএন্ডারে নামা তানভীর ইসলাম। এছাড়া আর কারও রানই দুই অঙ্কের দেখা পায়নি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ করে ১২৩ রান। ফলে ফরচুন বরিশাল জয় পায় ৩২ রানের

ফরচুন বরিশালের পক্ষে অফ-স্পিনার নাঈম হাসান তিনটি এবং অধিনায়ক সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন। এবং পার্টটাইমার নাজমুল হোসেন শান্ত শিকার করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে।

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল : ১৫৫/৫ (২০ ওভার) সাকিব ৫০, মুনিম ৪৫, হৃদয় ৩২* তানভীর ২২/২, করিম ৭/১, মঈন ২১/১।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১২৩/৯ (২০ ওভার) মুমিনুল ৩০, লিটন ১৯ নাঈম ২৯/৩, সাকিব ২০/২, ব্রাভো ২৯/২।

ফল : ফরচুন বরিশাল ৩২ রানে জয়ী

-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button