আন্তর্জাতিক ক্রিকেট

মিরপুরে পতাকা টানানো বিতর্কে মুখ খুলেছেন শাদাব খান

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল পাকিস্তান সিরিজ। ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ ছিল কিছুটা বাড়তি আলোচনার কেন্দ্রেও।

দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তান দলের মাঠের পারফরম্যান্স ছাড়াও আলোচনায় ছিল বাইরের নানা ইস্যুতে। যার মধ্যে অন্যতম একটি হল মাঠে তাদের অনুশীলনের সময় পতাকা টানানো।

টাইগারদের বিপক্ষে ম্যাচে মাঠে নামারা আগে অনুশীলনের সময় দেখা যায় পাকিস্তান দলকে পতাকা টানিয়ে অনুশীলনে নামছে। যদিও বিনা অনুমতিতে অনুশীলনের সময় মাঠে পতাকা টানানোর নিয়ম নেই। শুধুমাত্র ম্যাচ চলাকালেই উভয় দেশের পতাকা উত্তোলন করা হয়ে থাকে আনুষ্ঠানিকভাবে।

পাকিস্তান দলের পতাকা টানানো নিয়ে জল গড়িয়েছিল বহুদূর। পরবর্তী সময়ে পতাকা টানানোর অনুমতি চাওয়া কিংবা দলটির কোচ সাকলাইন মোশতাকের পক্ষ থেকেও পতাকা টানানোর ব্যাখ্যাও দেয়া হয়েছিল।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সফল এক সফর শেষ করার পর পাকিস্তান দল নিজদেশে ফিরে গেছে বেশ আগেই। পাকিস্তানে ফেরত যাবার পর দলটির টি-টোয়েন্টির সহ অধিনায়ক শাদাব খান মুখ খুলেছেন পতাকা টানানো সেই বিতর্ক নিয়ে।

দেশপ্রেম থেকেই মাঠে পতাকা টানিয়ে অনুশীলন করে তারা এমনটা জানিয়েছেন শাদাব। দলকে একতাবদ্ধ রাখতেও এই পতাকা অদৃশ্য ভূমিকা রাখে বলে দাবি তার। শাদাব বলেন, ‘’জাতীয় পতাকা আমাদের স্মরণ করিয়ে দেয়, দেশের জন্য আমাদের হৃদয় দিয়ে খেলতে হবে, সেই দেশটি যা আমাদের পূর্বপুরুষদের ত্যাগের বিনিময়ে পাওয়া হয়েছে। মাঠে জাতীয় পতাকা পুঁতে রাখার এই বিষয়টি আমাদের সবাইকে একতাবদ্ধ করেছে।‘’

দলটির বর্তমান অধিনায়ক বাবর আজব দলকে সফলতা এনে দিচ্ছেন বেশ। বিশ্বকাপে দলকে সেমি ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া কিংবা তার আগেও দলকে টানা জয় এনে দেয়ার সাথে ব্যক্তিগত পারফম্যান্স। সবমিলিয়ে এক কমপ্লিট প্যাকেজ যেন বাবর আজম। তাই অধিনায়কের প্রশংসা করে শাদাব আরও বলেন, ‘’অধিনায়ক যখন পাশে থাকে, খেলোয়াড়রা অধিনায়কের জন্য তাদের জীবন দিয়ে দিতেও প্রস্তুত থাকে। তার সিদ্ধান্তগুলোই বলে দেয় সে কত দারুণ একজন নেতা।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button