ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

মাহমুদউল্লাহর ভূয়সী প্রশংসা তামিমের কণ্ঠে

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে একসাথে মাঠ মাতিয়ে যাচ্ছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলে তামিম ইকবাল একদিকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে।। টাইগারদের দুই সিনিয়র ক্রিকেটারের সাথে এবার বিপিএলে একই দলে রয়েছেন মাশরাফি বিন মুর্তজাও।

তিন সিনিয়র ক্রিকেটারের মিনিস্টার ঢাকায় যোগ দেয়ার পর অধিনায়কত্ব নিয়ে যখন জল্পনা তৈরি হয় তখন ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টির দায়িত্ব সামাল দেয়া মাহমুদউল্লাহ রিয়াদকে।

ওপেনার তামিম ইকবালের প্রত্যাশা মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কের নেতৃত্বে বিপিএলে তার দল মিনিস্টার ঢাকা ভালো করবে। সোমবার (১৭ জানুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম ইকবাল রিয়াদের প্রশংসা করে বলেন, ‘’রিয়াদ ভাই টি-টোয়েন্টিতে অত্যন্ত ভালো করেছেন। তার অধীনে আমরা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলের সাথে জিতেছি। তার ব্যাপারে মন্তব্য করার কিছু নেই। উনি কী করেছেন না করেছেন সবাই দেখতে পাচ্ছে। উনি আমাদের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক। ভালো বলেই তো অধিনায়কত্ব করছেন।‘’

বিপিএলের এবারের আসরে ফেভারিট দলের তালিকায় রয়েছে মিনিস্টার ঢাকা। অভিজ্ঞ দেশী ক্রিকেটারদের ছড়াছড়ি রয়েছে দলটিতে। সেই সাথে বিদেশি ক্রিকেটার হিসেবেও রয়েছেন মোহাম্মদ শাহাজাদ কিংবা আন্দ্রে রাসেলের মত বড় তারকারা।

তারকা ক্রিকেটাররা একাদশে থাকলেও টুর্নামেন্ট চ্যালেঞ্জিং হবে এমনটা মন্তব্য করেছিলেন রিয়াদ। একই কথা জানিয়েছেন তামিম ইকবালও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একই দলে থাকায় শক্তিমত্তা আরও বেড়েছে বলেও মনে করেন তামিম।

এই ব্যাটসম্যান আরও বলেন, ‘’১৪ বছর ধরে একসঙ্গে আছি, নতুন কিছু না। মাশরাফি ভাইয়ের সাথে তো আগের মতো একসাথে এতো সময় কাটানো হয় না। যখনই সুযোগ পাই, আমি, রিয়াদ ভাই ও মাশরাফি ভাই কথাবার্তা বলতে পছন্দ করি। রিয়াদ ভাই উনার বক্তব্যে বলেছেন, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আশা করি চ্যালেঞ্জটা নিয়ে আমরা ভালো করবো।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button