আন্তর্জাতিক ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কৌশলী উত্তর আফ্রিদির

এশিয়া কাপ একটা নির্দিষ্ট মহাদেশের খেলা হলেও পুরো ক্রিকেট বিশ্বের নজর থাকে এই টুর্নামেন্টে। মূলত ভারত-পাকিস্তান লড়াই এই উত্তেজনা বাড়িয়ে দেয় বহু গুণ। মাঠের লড়াই শুরু হতে দিন কয়েক বাকি তবে বিশ্লেষণ চলছে এখনই।

ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে বাজি ধরছে অনেকেই, পক্ষে-বিপক্ষে আছে যুক্তিও। পাকিস্তান তারকা শহীদ আফ্রিদি সহজেই নিজ দেশকে এগিয়ে রাখতে পারলেন না।

২৭ আগস্ট দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। পরদিন (২৮ আগস্ট) একই মাঠে লড়াই করবে পাকিস্তান-ভারত। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং ইতোমধ্যে ভারতের পাল্লা ভারী বললেন।

পরিসংখ্যানই আসলে বাধ্য করছে ভারতকে এগিয়ে রাখতে, যে কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও নিজ দল নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না।

দ্বিধা এক পাশে রেখে জড়তা কাটিয়ে শহীদ আফ্রিদি যেমন সোজা সাপ্টা উত্তর দিলেন, ম্যাচের দিনে যারা কম ভুলবে করবে তাদের জন্য বড় সুযোগ। এখনো পর্যন্ত ৯ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাকিস্তান জিতেছে কেবল দুইটিতে, বিপরীতে ৭ জয় ভারতের।

টুইটারে এক অনুসারী আফ্রিদির কাছে জানতে চেয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচে কারা জিতবে?

জবাবে আফ্রিদি জানান, ‘কোন দল (ম্যাচে) কম ভুল করবে, এটা নির্ভর করছে তার উপর।’ অর্থাৎ, ম্যাচের দিন যে দল কম ভুল করবে, তারাই জিতবে পাক-ভারত লড়াইয়ে, এমনটাই মত আফ্রিদির। অর্থ্যাৎ নিজ দলের হয়ে সরাসরি কোনো জবাব দিলেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button