আন্তর্জাতিক

ভারত কোন স্টাইলের ক্রিকেট খেলতে চায় বুঝতে পারছেন না শোয়েব

প্রথম পর্বে পাকিস্তানের বিপক্ষে জিতলেও এশিয়া কাপের সুপার ফোরে হারতে হয়েছে ভারতকে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ভারতীয় একাদশ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

আগে ব্যাট করে ভারতের স্কোরবোর্ডে রান ৭ উইকেটে ১৮১। জবাবে শেষ ওভারে গড়ানো ম্যাচে পাকিস্তান জিতেছে ১ বল ও ৫ উইকেট হাতে রেখে।

এই ম্যাচে ভারত একাদশে এসেছে তিনটি পরিবর্তন। চোটে পড়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার আভেস খানকে ছাড়াই মাঠে নামে রোহিত শর্মার দল। এই দুই জনের পরিবর্তে সুযোগ পান দীপক হুদা ও রবি বিষ্ণই।

অন্যদিকে হংকং ম্যাচে বিশ্রাম দেওয়া হার্দিক পান্ডিয়াকে এ দিন একাদশে জায়গা দিতে বাদ পড়তে হত উইকেট রক্ষক রিশাব পান্ট ও দীনেশ কার্তিক দুজনের একজনকে। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট বাদ দেয় কার্তিককে।

নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে সমালোচনা করে শোয়েব আখতার বলেন, ‘আমি ভারতীয় ও আমার অনেক বন্ধুকে বলেছিলাম এতো খুশি না হতে। পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং ভারতকে দাপট দেখিয়ে হারাবে। তবে ভারতের উচিৎ না হৃদয়ে রক্তক্ষরণ করা। তাদের সিদ্ধান নিতে হবে চূড়ান্ত একাদশ কেমন হবে, এর ফলই বা কি হতে পারে।’

‘রিশাব পান্ট নাকি দীনেশ কার্তিক? দীপক হুদা নাকি রবি বিষ্ণই? আপনার চূড়ান্ত একাদশ কি? সেরা একাদশ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন। আমার কাছে মনে হয়েছে ম্যাচে খুবই দ্বিধায় ভোগা একটা একাদশ নিয়ে নেমেছিল ভারত। আমি জানি না এমনটা কেন হল?’

ভারতের ১৮১ রানের পুঁজির পেছনে ভিরাত কোহলির ৪৪ বলে ৬০ রানের ইনিংসের অবদান অনন্য। তবে ঠিক যেভাবে ভারত শুরু করেছিল সেভাবে শেষ করতে পারেনি। মাত্র ৫.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৫৪ রান তোলে রোহিত শর্মা-লোকেশ রাহুল।

প্রথম ১০ ওভারে আসে ৯৩ রান। কিন্তু পরের ১০ ওভারে এসেছে ৮৮। শোয়েব বলছেন কোন ধরণের ক্রিকেট খেলতে চায় ভারত তা বুঝতে পারছেন না তিনি।

এ নিয়ে বলেন, ‘আমি আসলে বুঝতে পারছি না ভারত কোন স্টাইলের ক্রিকেটে খেলতে চায় কারণ যেই-ই আসছে দেখি হিট করার চেষ্টা করছে। সুরিয়া কুমার যাদব, লোকেশ রাহুল ও রোহিত শর্মা এই তিনজন একই ধারায় হিট করতে চেয়েছে। রিশাব পান্ট, হার্দিক পান্ডিয়াও। দেখুন, কাউকে আসলে উপস্থাপকের ভূমিকা পালন করতে হত, যেমন রিজওয়ানের মতো যদি লোকেশ রাহুল শেষ পর্যন্ত টেনে নিত!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button