ক্রিকেট ফ্যাক্ট

বড় শট খেলেই সফলতা পেতে চান মুনিম শাহরিয়ার

গত বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলে জাতীয় দলে সুযোগ পান মুনিম শাহরিয়ার। মূলত টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য একজন আগ্রাসী ব্যাটারের যখন প্রয়োজন তখন মুনিমের মত আক্রমণাত্মক একজন ব্যাটারকেই স্কোয়াডে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি অভিষেক হলেও দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সাকুল্যে ২১ রান। তবে জাতীয় দলে থিতু হতে নতুন করে ভাবছেন মুনিম। দলে এনামুল হক বিজয় ও লিটন দাসের মত ওপেনাররা থাকলেও মুনিম এসব নিয়ে না ভেবে নিজের সুযোগ আসলে তা কাজে লাগাতেই মুখিয়ে আছেন।

মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মুনিম বলেন, ‘’আমি শুধু আমার প্রসেসটা মেইনটেইন করার চেষ্টা করছি। বাকিটা সময়ই বলে দিবে। আমরা পারফরম্যান্স যদি ভালো হয়, সময় বলে দিবে সবকিছু।‘’

একাদশে বিজয় থাকলেও তা বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না মুনিম। তিনি যোগ করেন, ‘’কে আছে না আছে, এটা তো আমি জানি না। আমার নিজের যদি সুযোগ আসে ওটা কাজে লাগানোর চেষ্টা করব।‘’

বিজয়ের ফর্মে থাকাটা ইতিবাচকভাবে দেখে মুনিম আরও বলেন, ‘’পার্টনার ভালো ফ্লোতে থাকলে আমার জন্য ভালো, দলের জন্যও ভালো। এখনও কথা হয়নি উনার সাথে।‘’

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মুনিমের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও সফল হতে চান তিনি। সেই সাথে নিজের বিশ্বকাপ পরিকল্পনার কথাও উঠে এসেছে তার কথায়।

মুনিম বলেন, ‘’সামনে তো একটা সিরিজ আছে, ওটা নিয়েও পরিকল্পনা করছি। বিশ্বকাপে যদি টিমে থাকি, তাহলে ওভাবে কাজ করব। অবশ্যই আমি এক্সসাইটেড পার্সোনালি। তবে এর আগেও আমি একবার ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ এ। তো মোটামুটি আবার কিছুটা ধারণা আছে ওখানকার কন্ডিশন, উইকেট সম্পর্কে। দলের পরিস্থিতি অনুযায়ী আমার যেটা খেলা দরকার, আমি সে অনুযায়ী চেষ্টা করব। ম্যানেজমেন্ট থেকে আমাকে যে জিনিসটা (কাজ) দেওয়া হবে, আমি সেভাবে খেলার ট্রাই করব।‘’

”না, প্রেশারের কিছু না। যদি বলের মেরিট অনুযায়ী খেলতে পারি, তাহলে তো আর প্রেশারের কিছু না। আমি বিগ শটস খেলতে পারি, হ্যাঁ আমার সক্ষমতা আছে বিগ শটস খেলার এটা আমি বিশ্বাস করি। বাকিটা টিম সিচুয়েশন, প্রতিপক্ষ, বোলার- আমাকে নিয়ে কি পরিকল্পনা করছে, ফিল্ডিং সেটাপ এসব কিছুর ওপর নির্ভর করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button