ক্রিকেট ফ্যাক্ট

ব্যর্থতা থেকেই সফলতার মন্ত্র খুঁজে নিয়েছেন লিটন

লিটন দাস যেন ব্যাট হাতে হয়ে উঠছেন অপ্রতিরুদ্ধ। কিছুতেই যেন প্রতিপক্ষ দল থামাতে পারছে না তাকে। ওয়ানডে টি-টোয়েন্টি কিংবা টেস্ট যে ফরম্যাটই হোক না কেন তার ব্যাটে ছুটছে রানফোয়ারা। ঘরের মাঠে চলা শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ১৪১ রানের ইনিংস খেলে আবারও জানান দিয়েছেন জাতীয় দলের হয়ে তার খেলার গুরুত্ব।

তবে এই লিটন দাসকেই মাত্র এক বছর আগেই সহ্য করতে হয়েছিল নানা ধরণের সমালোচনা। লিটন মনে করেন যারা সমালোচনা করে থাকেন তারা চায় তিনি যেন ভালো খেলেন। ভালো খেললে বাহবা দিবে আর খারাপ খেললে সমালোচনা হবে তা মেনে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

লিটন বলেন, ‘’সমালোচনা হবেই। জীবন যেহেতু ক্রিকেটের সাথে জড়িয়ে গেছে, ভালো খেললে আপনারা বাহবা দিবেন, জনগণ বাহবা দিবে, খারাপ খেললে উল্টোটা করবে। কারণ তারা চায় আমি পারফর্ম করি।‘’

সব সমালোচনা ছাপিয়ে নিজের থেকে কিভাবে সেরাটা বের করে আনতে হবে সেদিকে মনোযোগ দেয়ার কথাও জানিয়েছেন তিনি। লিটনের ভাষ্য, ‘’এই জিনিসটায় আমার ওপর এখন আর প্রভাব পড়ে না। আমি প্র্যাকটিসে কতটা মনোযোগী, প্র্যাকটিস মেথড কী, সেই প্রসেস অনুসরণ করছি না… অনুসরণ না করলে আমি নিজের কাছে নিজে দোষী। ফলাফল ওপরওয়ালার হাতে।‘’

ব্যর্থতা থেকেই সফলতার মন্ত্র খুঁজে পাওয়ার কথা জানিয়ে লিটন যোগ করেন, ‘’ আমাকে কেউ কাউন্সেলিং করে না। মানসিক দৃঢ়তা আসলে ব্যর্থতা থেকেই আস্তে আস্তে মাথায় চলে আসে। ওখান থেকে উন্নতি করে। আপনি ব্যর্থ না হলে বুঝবেন না আপনার মানসিকতা কোন দিকে যাচ্ছে।‘’

ক্রিকেটে সবসময় একইরকম রান পাওয়া যায় না এমনটাও মেনে নিয়েছেন লিটন। সফলতা ও ব্যর্থতা মিলেই জীবন এমন বার্তা দিয়ে লিটন আরও বলেন, ‘’চেষ্টা তো সবসময় করি। কিছু সময় সফল হই কখনও ব্যর্থ হই। এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজকে ভালো করছি, কাল খারাপ হতেই পারে। এটাই জীবন। এটা মেনেই চলতে হবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button