ক্রিকেট ফ্যাক্টবাংলাদেশ ক্রিকেট

বিশ্বকাপে ভরাডুবির কারণ জানালেন রাকিবুল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল অংশ নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তবে চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিলেও সেই প্রত্যাশার সিঁকিভাগও পূরণ করতে পারেনি টাইগার যুবারা।

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বিশ্বকাপ শেষে বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে অষ্টম স্থানে। যা হতাশ করেছে গোটা টাইগার ভক্তদের।

দলের এমন হতশ্রী পারফরম্যান্সের কারণ হিসবে দলের অধিনায়কের দায়িত্বে থাকা রাকিবুল হাসান জানিয়েছেন ক্রিকেটারদের পারফরম্যান্সের ঘাটতির কথাই। তার মতে অনুশীলন করার সুযোগ না থাকাকে কোনো অযুহাত হিসেবে দেখতে চান না।

মাঠে নামার আগে যে পরিকল্পনা করা হয়েছিল তা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি জানিয়ে রাকিবুল বলেন, ‘’সত্যি বলতে, গতবার চ্যাম্পিয়ন, এবার ভালোভাবে শেষ করতে পারিনি। প্রস্তুতি অনুযায়ী যে লক্ষ্য ঠিক করে গিয়েছিলাম, সেটা পূরণ করতে পারি নাই। এখন বলতে গেলে, দল হিসেবে ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল, যে প্রক্রিয়া অনুযায়ী খেলার কথা ছিল, সেটি করতে পারি নাই। বড় ম্যাচগুলোতে আমাদের ব্যাটসম্যানরাআগের সিরিজগুলোতে হয়তো ভালো ব্যাটিং করেছি, ভারতে গিয়ে ম্যাচ জিতেছি। ব্যাড প্যাচ তো যায়, ফর্ম চলে যায়। হয়তোবা টুর্নামেন্টে আমাদের ব্যাটসম্যানদের ফর্মটা অতোটা ভালো যায়নি।‘’

প্রস্তুতির ঘাটতি ছিল না জানিয়ে রাকিবুল আরও বলেন, ‘’তেমন পার্থক্য নেই। এবারও বিশ্বকাপের আগে ২০টির মতো ওয়ানডে খেলেছি, আমার মনে হয় না প্রস্তুতিতে ঘাটতি ছিল। হয়তো গতবারের দলটা অনেক বেশি ম্যাচ খেলেছিল, বড় তিন জাতি, এশিয়া কাপের দুটি ফাইনাল খেলেছিল। তবে প্রস্তুতি আমাদের ভালোই ছিল। শুধু যে প্ল্যান অনুযায়ী খেলার কথা ছিল, সেটি করতে পারিনি।‘’

টুর্নামেন্টে দুটি শতক হাঁকানো আরিফুলের কথা উল্লেখ করে রাকিবুল যোগ করেন, ‘’আমার মনে হয় না, এমন না যে আমাদের ভালো খেলোয়াড় ছিল না। ওরা ভালো খেলোয়াড়ই। হয়তোবা রান করতে পারেনি, এরপরও আরিফুল দুটি সেঞ্চুরি করেছে। দুইএকজন লাস্টে চেষ্টা করেছে। লাকটা ফেভার করে নাই, প্ল্যানটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারি নাই।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button