
সর্বশেষ এশিয়া কাপ জিতে নিজেদের সামর্থ্যের প্রামাণ দিয়েছে শ্রীলঙ্কা। আর এতেই নিজেদের হারানো আত্নবিশ্বাস ফিরে পেয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। আর তাই এশিয়া কাপের পর আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভালো করার ব্যাপারে আশাবাদী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
দেশে যখন হাহাকার, সেই কঠিন সময়ে দেশের মানুষের হাঁসি ফুটিয়েছিলো লঙ্কানরা। ম্যাচ শেষে বলেছিলেন তারা খেলেছিলো তাদের দেশের মানুষদের জন্য যা হৃদয় গেঁথে ছিলো পুরো ক্রিকেট বিশ্বের। আবার এশিয়া কাপের মতন বড় টুর্নামেন্ট জয়ের পর বিশ্বকাপ জিততেও আশাবাদী ডাসুন শানাকা।
বিশ্বকাপের উদ্দেশ্যে আজু (শনিবার) উড়াল দেয় দল। তবে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে শানাকা বলেন, ‘আমাদের ছেলেরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারে, আমি মনে করে তাহলে আমরা এই টুর্নামেন্টে অনেকদূর যাবো।’
সর্বশেষ টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হয়েছিলো শ্রীলঙ্কার। আর তাই এই বিশ্বকাপে দলগত পারফরম্যান্সে ভর করে ভালো কিছু করতে চায় লঙ্কান অধিনায়ক।
তিনি আরও বলেন, ‘আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেদিন এবং আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা জিততে পারবো। অবশ্যই আমাদের আত্মবিশ্বাস উঁচুতে আছে। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে সবসময় নিজেদের প্রক্রিয়ার মধ্যে রাখা। গুরুত্বপূর্ণ বিষয় হলো সামর্থ্য অনুযায়ী খেলা এবং নির্দিষ্ট দিনে পারফর্ম করা।’
যেই দলটাকে গোনা হতো না পাকিস্তান কিংবা ভারতের কাছে, সেই দলটিই এশিয়ার সব শক্তিশালী দেশকে হারিয়ে অর্জন করেছে এশিয়ার শ্রেষ্ঠত্ব। তবে এবার বিশ্বকাপ জিতে আবার চমক দিতে চায় লঙ্কানরা।