আন্তর্জাতিক

বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন নিয়ে আসলো আইসিসি

সময়ের সাথে সাথে বদলাচ্ছে ক্রিকেট। আধুনিক ক্রিকেটের চাহিদা মেটাতে তাই প্রতিনিয়ত নিয়মে সংযোজন, বিয়োজন কিংবা সামঞ্জস্য করতে হচ্ছে আইসিসিকে। আজ (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তেমনই কিছু পরিবর্তিত নিয়মের কথা জানালো ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে নিয়মগুলো।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটি নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছিল আইসিসির চিফ এক্সিকিউটিভ’স কমিটির কাছে। সেই সুপারিশের ভিত্তিতেই একাধিক নিয়ম পরিবর্তন হয়।

সবচেয়ে উল্লেখযোগ্য হল ম্যানকাডিংকে সম্পূর্ণ বৈধতা দেওয়া। ফলে ম্যানকাডিংয়ের কারণে আগে বোলারকে ক্রিকেট চেতনা বিরোধী বলা হলেও এখন সে সুযোগ থাকছে না। অন্যান্য আউটের মতো পরিপূর্ণ নিয়মসিদ্ধ রান আউটে পরিণত হল ম্যানকাডিং। এর বাইরে ক্রিকেট বলে করোনার সময় থুতু ব্যবহার নিষিদ্ধ হলেও এবার সেটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হল।

কার্যকর হতে যাওয়া নতুন নিয়মগুলো হলঃ

ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটার স্ট্রাইকে

যখন ব্যাটার ক্যাচ আউট হয় তখন ক্যাচ নেওয়ার আগে ব্যাটাররা ক্রস করেছে কিনা তা বিবেচনা না করেই উইকেটে আসা নতুন ব্যাটার স্ট্রাইকার প্রান্তে যাবে।

বলকে পালিশ করতে লালার ব্যবহার

এই নিষেধাজ্ঞাটি (বলে লালার ব্যবহার) আন্তর্জাতিক ক্রিকেটে কোভিড-সম্পর্কিত অস্থায়ী ব্যবস্থা হিসাবে দুই বছরেরও বেশি সময় ধরে রয়েছে এবং এই নিষেধাজ্ঞাকে স্থায়ী করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়েছে।

ব্যাটিং শুরুর জন্য সময় কম

টেস্ট ও ওয়ানডেতে কোনো ব্যাটার আউট হওয়ার পর দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে ক্রিজে এসে প্রথম বল খেলার প্রস্তুত হতে হবে। আগের নিয়মে টেস্ট ও একদিনের ম্যাচে ব্যাটাররা তিন মিনিট সময় পেতেন। তবে অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু তিন মিনিট বহাল থাকছে।

স্ট্রাইকারের বল খেলার অধিকার

এটি সীমাবদ্ধ যাতে তাদের ব্যাট বা ব্যক্তির কিছু অংশ পিচের মধ্যে থাকতে হয়। তারা যদি এর বাইরে উদ্যোগ নেয়, আম্পায়ার ডেড বলক ডেকে সংকেত দেবেন। যে কোন বল যা ব্যাটারকে পিচ ছেড়ে যেতে বাধ্য করবে তাকে নো বলও বলা হবে।

ফিল্ডারের অনৈতিক নড়াচড়া

বোলার বল করার জন্য দৌড় শুরু করলে ফিল্ডারদের অনুচিত এবং ইচ্ছাকৃত নড়াচড়ার জন্য এখন থেকে ডেড বল ঘোষণার পাশাপাশি পেনাল্টিও দেওয়া হবে। ব্যাটিং দলের স্কোরবোর্ডে যোগ করা হবে ৫ রান।

ম্যানকাড এখন নিয়মসিদ্ধ রান আউট

এতোদিন ধরে চলা নিয়মে কোনো বোলার যদি বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই দেখেন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার ডাউন দ্য উইকেটে চলে এসেছে, তাহলে বল না করে থ্রো করে ব্যাটারকে রানআউট করতে পারে। নতুন নিয়মে এই চেষ্টা করা যাবে না। এটি করা হলে ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button