ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএল ২০২২: সৌম্য সরকারকে দলে নিল ঢাকা স্টার্স

দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে সৌম্য সরকারের জায়গা হয়েছে ঢাকা স্টার্সের শিবিরে। প্লেয়ার্স ড্রাফটের আগেই তাকে দলে নিয়েছে রাজধানীর দলটি।

ঢাকার হয়ে এবারের বিপিএল মাতাতে পারেন মাশরাফি বিন মুর্তজা এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই। নড়াইল এক্সপ্রেসের সাথে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি আলোচনাও বেশ খানিকটা এগিয়েছিল এমন গুঞ্জন যখন শোনা যাচ্ছিলো তখন হুট করেই চমক দেখিয়েছে ঢাকা স্টার্স।

বিসিবির বেধে দেয়া নিয়ম অনুযায়ী দলগুলো তাদের স্কোয়াডে সর্বোচ্চ একজন দেশি ক্রিকেটার দলে নিতে পারবে প্লেয়ার্স ড্রাফটের আগে। যে সুযোগ কাজে লাগিয়ে ঢাকা স্টার্স তাদের দলে ভিড়িয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে।

সাম্প্রতিক সময়ে অবশ্য সৌম্য সরকার সংক্ষিপ্ত ফরম্যাটে ছন্দে নেই। গত জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে রানের দেখা পেলেও অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ব্যর্থ ছিলেন তিনি। সেই সাথে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার পরিচয় দিয়ে বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

ঘরের মাঠে পাকিস্তান সিরিজে তাকে রাখা হয়নি স্কোয়াডে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে রানের দেখা না পেলেও এনসিএল ও বিসিএলে রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার।

অন্যদিকে দেশি ক্রিকেটার হিসেবে সৌম্য সরকারকে দলে নিলেও এখন পর্যন্ত ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নেয়নি। যদিও প্লেয়ার্স ড্রাফটের বাইরে অন্তত তিনজন ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ এখনও রয়েছে ঢাকার হাতে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে দলে নিয়ে এবারের বিপিএলে যাত্রা শুরু করা ঢাকা প্লেয়ার্স ড্রাফট থেকে বাকি ক্রিকেটারদের নিয়ে কতটা শক্তিশালী দল গঠন করে তাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, এবারের বিপিএল আসরে দেশি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের সাথে চুক্তি পাকা করে রেখেছে বরিশাল। তাছাড়া মুস্তাফিজুর রহমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট সানরাইজার্স। অন্যদিকে তামিম ইকবালকে দলে নেয়ার কথা কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়ে দিয়েছিল। তবে তামিম নিজেই শেষ পর্যন্ত জানিয়েছেন কুমিল্লার সাথে চুক্তিবদ্ধ হননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button