ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএল ২০২২ টিম প্রিভিউ: মিনিস্টার ঢাকা

কেমন হলো বিপিএল এর ছয় দল। এই নিয়ে ধারাবাহিক এর প্রথম পর্বে আজ থাকছে ঢাকার কথা।

অনেকেই কাগজ এ কলমে মানছে ঢাকা শিরোপার অন্যতম দাবিদার। তামিম,মাশরাফি এবং রিয়াদ অভিজ্ঞ তিন ক্রিকেটার কে এক দলে দেখেই এই মতামত। এছাড়া ওপেনিং এ নাইম শেখ ও জাতীয় দলে নিয়মিত ওপেনার। ঘরোয়া লিগে সব সময় পারফর্ম করা শুভাগত হোম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান, ব্যাটিং এর গভীরতা বাড়াবে। বোলিং বিভাগে শফিউল, এবাদত, রুবেল পেস আক্রমণ কে আলোকিত করতে পারে। বাঁহাতি স্পিনার হিসেবে আছেন আরাফাত সানি। লেগ স্পিনে থাকবেন তরুণ রিশাদ ।

বিদেশি হিসেবে হাসারাঙ্গা তার ব্যাটিং, বোলিং ২ বিভাগেই জ্বলে উঠতে পারেন। পাওয়ার হিটিং এ ঝড় তুলতে পারেন নজিবুল্লাহ জাদরান। লঙ্কান ক্রিকেটারদের ছাড়পত্র না দেয়ায় ঢাকায় হয়তো দেখা যাবে না ইসুরু উদানাকে। তবে শেষ মুহূর্তে আন্দ্রে রাসেলকে দলে নেয়ার মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা আরও খানিকটা বাড়িয়ে নিয়েছে দলটি।

শিরোপা জিততে যা যা করা দরকার ঢাকা ঠিক তেমনি টিম নিয়ে মাঠে নেমেছে । অভিজ্ঞতায় পরিপূর্ণ দল মাঠে নেমে এবার অভিজ্ঞতার প্রয়োগ দেখাতে পারে কিনা সেটাই প্রশ্ন।

এক নজরে দেখে নেয়া যাক ঢাকার সম্পূর্ণ স্কোয়াড

দেশী- মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, নাইম শেখ, আরাফাত সানি, ইমরানউজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন, রিশাদ হোসেন।

বিদেশী- মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকী, নাজিবুল্লাহ জাদরান, কাইস আহমেদ, ইসরু উদানা, আন্দ্রে রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button