ক্রিকেট ফ্যাক্টফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএল টিম প্রিভিউ – সিলেট সানরাইজার্স।

নিলামের পর থেকেই এই দলটাকে ভাবা হচ্ছে টুর্নামেন্ট এর সবচেয়ে দুর্বল দল। তবে দেশীয় তারকারা ভালো ক্রিকেট উপহার দিলে টুর্নামেন্ট এ ভালো কিছুর আশা করতে পারে দলটি । এনামুল হক বিজয় , মোসাদ্দেক সৈকত , মোহাম্মদ মিথুন , মিজানুর রহমান এই চারজন এর ভালো ব্যাটিং এর বিকল্প নেই যদি সিলেট ভালো স্কোর জমা করতে চায়।
 
ওপেনিংয়ে হয়তো দেখা যাবে ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমন্স ও এনামুল হক বিজয়কে । আফ্রিকান ক্রিকেটার কলিন ইনগ্রাম এর কাছে ও দল ভালো কিছুই আশা করবে । নাদিফ চৌধুরীর ও বিগ হিটিং এর সক্ষমতা আছে । মুক্তার আলী, রবি বোপারা এই দুইজন এর কাছেই প্রত্যাশা থাকবে ব্যাটে – বলে ভালো পারফর্ম এর।
 
সোহাগ গাজি ,অলক কাপালি অভিজ্ঞ ক্রিকেটার শেষ বেলায় এসে নিজেদেরকে প্রমাণ করতে চাইবেন আরেকবার । নাজমুল অপুর বাঁহাতি স্পিন ও দলকে নির্ভরতা দেবে।
 
তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস , আল আমিন হোসেন এই তিনজন পেসারের উপর সিলেট তাকিয়ে থাকবে শুরুর ব্রেক থ্রু এর জন্য ।অধিনায়ক মোসাদ্দেক বিসিএল এ ব্যাটে – বলে দারুণ ছন্দে ছিলেন । সদ্য সমাপ্ত ওয়ানডে টুর্নামেন্ট ইন্ডিপেনডেন্স কাপে মোসাদ্দেক টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন। তিনি চেষ্টা করবেন বিপিএলের মঞ্চে ও সেই ফর্ম টেনে নিয়ে আসতে ।
 
অধিনায়ক মোসাদ্দেক সংবাদ সম্মলেনে বলেছেন তার দলে হয়ত সুপারস্টার নেই, কিন্তু যারা আছে তারা সবাই ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সিলেট এর মালিক ও চেষ্টা করেছেন এমন সব ক্রিকেটার রাখতে যারা ঘরোয়া লিগের নিয়মিত মুখ ।
সিলেট সানরাইজার্স একাদশ : তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা (ইংল্যান্ড), এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত), মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়, লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেভন থমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button