ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএল আয়োজন নিয়ে নতুন শঙ্কার কথা জানালেন পাপন

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবার কথা রয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে দলগুলো যখন তাদের প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে তখন নতুন করে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আপাতত বাংলাদেশ জাতীয় দল রয়েছে নিউজিল্যান্ডে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে যখন ব্যস্ত গোটা টাইগার শিবির তখন বিপিএল নিয়ে ব্যস্ত বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই ওই সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অংশ নিবেন বিপিএলে। বিপিএল শেষে অবশ্য দম ফেলার সুযোগ নেই। কেননা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আফগানিস্তান দল ফেব্রুয়ারির শেষের দিকেই আসছে বাংলাদেশ সফরে।

টানা খেলার মধ্যে থাকার কারনে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের ধকল সামলানো যে সহজ হচ্ছে না তা স্পষ্ট। তাই জাতীয় দলের ক্রিকেটারদের বিপিএল থেকে বিশ্রাম দেয়ার ভাবনাটাও মাথায় রয়েছে বোর্ডের। সেই সাথে টুর্নামেন্টের সময় কমিয়ে কিভাবে আয়োজন করা যায় তা সম্পর্কেও নতুন করে আলোচনা করতে যাচ্ছে বিসিবি।

শনিবার (১৮ ডিসেম্বর) বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘’বিপিএলের দুইটা ইস্যু আছে। নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সাথে এর তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টিটোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ।‘’

ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার ব্যাপারে জানাতে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট আরও বলেন, ‘’আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারেযারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।‘’

টুর্নামেন্টের সময় কমাতে ছয়টি দলের জায়গায় পাঁচটি দল এবং তিনটি ভেন্যুর জায়গায় দুইটি ভেন্যুতে বিপিএল আয়োজন হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি যোগ করেন, ‘’৩টা ভেন্যুর জন্য দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা দিন বাঁচাতে পারি। ৬টির জায়গায় ৫টি দল করলে আমরা দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব। বিপিএল কীভাবে করব এটাও আমরা ২১ তারিখ সিদ্ধান্ত নিব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button