বিপিএল

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ঘোষনা, থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ প্রিমিয়ার লীগ – বিপিএল প্রতিবছর আয়োজন করা সম্ভব না হলেও পরবর্তী থেকে এটির পরিকল্পনা দীর্ঘ করেছে  বিসিবি। এরই মধ্যে ফ্র্যাঞ্জাইজিগুলোর প্রতিষ্ঠানভিত্তিক নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার চূড়ান্ত হয়েছিল সাত ফ্রাঞ্চাইজির নাম। সোমবার গর্ভনিং কমিটির পক্ষ থেকে খোলাসা করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নানা বিষয়। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা, বিদেশীদের বেলায় ৮০ হাজার ইউএস ডলার। এছাড়াও সরাসরি একজন দেশী ক্রিকেটারে সাথে দলগুলো চুক্তি করতে পারবে।

বিপিএলের আরেকটি সিদ্ধান্ত প্রতিবারের মতন এবার থাকছে না কোনো আইকন ক্রিকেটার। খরচ কমিয়ে আনতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতবার ক্যাট্রিনা-সালমানদের এনে বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলেই এই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসেছে বিসিবি।

আসন্ন টুর্নামেন্টের জন্য ৬টি ক্যাটাগরিতে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।

বিপিএলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ভিত্তিমূল্য:

‘এ’ ক্যাটাগরি:  ৮০ লাখ (দেশি), ৮০ হাজার ডলার (বিদেশি)

‘বি’ ক্যাটাগরি: ৫০ লাখ (দেশি), ৬০ হাজার ডলার (বিদেশি)

‘সি’ ক্যাটাগরি: ৩০ লাখ (দেশি), ৪০ হাজার ডলার (বিদেশি)

‘ডি’ ক্যাটাগরি: ২০ লাখ (দেশি),  ৩০ হাজার ডলার (বিদেশি)

‘ই’ ক্যাটাগরি: ১৫ লাখ (দেশি), ২০ হাজার ডলার (বিদেশি)

‘এফ’ ক্যাটাগরি: ৫ লাখ (দেশি),

আগামী ২০২৩ সালের ৫ জানুয়ারী থেকে শুরু হবে আসন্ন বিপিএল। ১৬ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দেড় মাস চলবে বিপিএল। প্রতিবারের মতন এবারো ৩ ভেন্যুতে আয়োজিত হবে এবারের বিপিএল। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আয়োজিত হবে এবারের বিপিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button