ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএলের শুরুতে মাশরাফির সার্ভিস পাচ্ছে না ঢাকা

মাশরাফি আর ইঞ্জুরি নামটা যেনো এক সুতায় গাতা। পিঠের পুরনো ব্যথা কমে আসতেই হানা দিল নতুন চোট। আজ অনুশীলনের শুরুতেই বিপত্তিতে পড়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। কোমরের নিচের দিকে টান লাগায় বোলিংই করতে পারলেন না আর। তাতে তার মাঠে ফেরা আবারো পিছিয়ে গেল নতুন করে। তাই বলা বাহুল্য যে বিপিএলের শুরুর দিকে অভিজ্ঞ এই পেসারকে পাচ্ছে না মিনিস্টার ঢাকা।

যথারীতি আজও আগের দিনগুলির মতোই অনুশীলনে এসে গা গরম করে ও হালকা স্ট্রেচিং করে বোলিং শুরু করেন। নেটে ঢাকা সতীর্থ তামিম ইকবালকে শুরুতে বোলিং করেন ছোট রান আপে। পরে চেষ্টা করেন পুরো রান আপে বল করার। কিন্তু চালিয়ে যেতে পারেননি। একটি ডেলিভারিতে রান আপেই থেমে যান ব্যথা পাওয়ার মতো ভঙ্গি করে।

যদিও এই বিপিএলের দিকে তাকিয়েই শরীর থেকে ওজন কমিয়ে অনেক দিন ধরে ফিটনেস নিয়ে কাজ করছিলেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক। জিমে ওয়েট ট্রেনিংয়ে টান লাগে তার পিঠে। পিছু না ছাড়া সেই ব্যথা থেকে মুক্তি পেতে ব্যথানাশক ইনজেকশন নেন। তাতে কাজও হয়। কিন্তু নতুন চোট আবার বাধ সাধল তার ফেরার পরিকল্পনাকে ঘিরে।

চোটের অবস্থা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি ঢাকা টিমের ফিজিও, দু-একদিন গেলে আরেকটু পরিষ্কার হবে। তবে প্রথম কয় ম্যাচ হয়তো আমি এমনিতেই খেলতাম না, ভালোভাবে অনুশীলন করে তারপর নামতাম।

আব্দুর রহমান – ডেস্ক নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button