ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএলের বাকি সময় অনিশ্চিত তাসকিন

এবার ইনজুরির কবলে পড়ে সিলেট সানরাইজার্সের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে গেল তাসকিন আহমেদের। এই গতি তারকা অন্তত তিন ম্যাচে মাঠে নামতে পারছেন না সিলেটের হয়ে। সম্ভাবনা রয়েছে গোটা বিপিএল থেকেই ছিটকে যাওয়ার।

বিপিএলের নিজেদের প্রথমে চার ম্যাচ সিলেটের জার্সিতে মাঠে নামলেও পিঠের পুরনো ব্যথা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার। ফলে নিজেদের মাঠ সিলেটেই অনিশ্চিত হয়ে পড়েছেন তাসকিন।

বিপিএলের এবারের আসর শেষে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ওই দুই সিরিজের আগে তাসকিন এমন ইনজুরিতে পড়ায় ঝুঁকি নিতে চাচ্ছেন না বোর্ড। অর্থাৎ আফগানিস্তান সিরিজে শতভাগ ফিট হয়েই যেন মাঠে নামতে পারেন তিনি সেই অপেক্ষাই করা হচ্ছে।

এদিকে তাসকিনের ইনজুরি প্রসঙ্গে জানাতে গিয়ে সিলেট সানরাইজার্সের ফিজিও জানিয়েছেন বিপিএলের চট্টগ্রাম পর্বেই ইনজুরিতে পড়া তসকিন আহমেদের এমআরআই করানোর পর বিসিবির ফিজিও বায়েজিদ ইসলামের সাথে আলোচনা করেই চিকিৎসা চলছে তাসকিনের।

সিলেটের ফিজিও বলেন, ‘’তাসকিনের পিঠের ইনজুরি আগে থেকেই ছিল। চট্টগ্রাম পর্বের পর জানান পিঠে ব্যথা হচ্ছে। এরপর আমরা এমআরআই করাই। আগের ইঞ্জুরিটাই আবার ফিরে এসেছে। এরপর বোর্ডের ফিজিও বায়েজিদ ভাইয়ের সাথে কথা বলি। তার পরামর্শ অনুযায়ীই তাসকিনের চিকিৎসা চলছে।‘’

আফগানিস্তাজন সিরিজকে সামনে রেখে শতভাগ ফিট তাসকিনকে পাওয়ার জন্যই সিলেট তার সার্ভিস মিস করবে বলেও জানানো হয়েছে এই ফিজিওর পক্ষ থেকে। তাসকিনের অবস্থা জানাতে গিয়ে তিনি আরও বলেন, ‘’তাকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারছি না, কারণ সামনে আফগানিস্তান সিরিজ আছে। আফগানিস্তান সিরিজে যেন অংশ নিতে পারে সেটাও দেখতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পিঠের ব্যথা পুরোপুরি দূর না হচ্ছে ততক্ষণ আমরা তাকে খেলাতে পারছি না।‘’

উল্লেখ্য, এবারের বিপিএলে সিলেট সানরাইজার্স এখন পর্যন্ত খেলেছে ৬টি ম্যাচ। যেখানে একটি জয়ের বিপরীতে তাদের হারের সংখ্যা ৪টি ও ১টি ম্যাচ পণ্ড হয়েছে বৃষ্টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button