ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪০৬ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে ৪০৬ জন বিদেশি ক্রিকেটারের। ছয় ক্যাটাগরিতে ভাগ করে দেয়া এই তালিকায় শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিপত্য রয়েছে সকল ক্যাটাগরিতেই। সেই সাথে ইংল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজেরও বেশ কয়েকজন তারকা রয়েছেন এই তালিকায়।

এক নজরে দেখে নেয়া যাক বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা

গ্রেড (১১ জন), পারিশ্রমিক ৭৫ হাজার ডলার : বেন ফোকস, ড্যান লরেন্স, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রবি বোপারা, সন্দ্বীপ লামিচানে, উইলিয়াম জর্জ জ্যাকস ও জহির খান।

বি গ্রেড (১৬ জন), পারিশ্রমিক ৫০ হাজার ডলার : বেনি হাওয়েল, ড্যানি ব্রিগস, দানুশকা গুনাথিলাকা, দীনেশ রামদিন, দীনেশ চান্দিমাল, লরি ইভান্স, লিয়াম ডওসন, লিয়াম প্লাঙ্কেট, লুক রাইট, মাহিশ থিকশানা, মোহাম্মদ শাহজাদ, নিরোশান ডিকওয়েলা, নুয়ান প্রদীপ, শাপুর জাদরান, শেলডন কটরেল, কুশল মেন্ডিস।

সি গ্রেড (২০ জন), পারিশ্রমিক ৪০ হাজার ডলার : আফসর জাজাই, আহমাদ শাহজাদ, অ্যালেক্সান্ডার ডেভিস, বেন ডাঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট, চামিকা করুনারত্নে, দাওলাত জাদরান, ধনঞ্জয়া লক্ষণ, ফিদেল এডওয়ার্ডস, হারিস সোহেল, লাসিথ এম্বুলদেনিয়া, মোহাম্মদ আসাদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, নাজিবউল্লাহ জাদরান, রবি রামপাল, রায়াদ এমরিট, রিকি ওয়েসেলস, সেক্কুগে প্রসন্ন, উসমান শিনওয়ারি, সুরাঙ্গা লাকমল।

‘ডি’ গ্রেড (৭৮ জন), পারিশ্রমিক ৩০ হাজার ডলার : আব্দুল ওয়াসি, আবিদ আলী, আফতাব আলম, আকিফ জাভেদ, আকিলা ধনঞ্জয়া, অ্যান্ড্রু বালবির্নি, অ্যাঞ্জেলো পেরেরা, অ্যান্টন ডেভচিচ, আশিয়ান ডেনিয়েল, বিলওয়াল ভাট্টি, বিনুরা ফার্নান্দো, বিপুল শর্মা, বিয়র্ন ফরটুইন, চারমি লে রউক্স, চন্দরপল হেমরাজ, কাসুন রাজিথা, ক্রেইগ আরভিন, কার্টিস ক্যামফার, ডেভিড পেইন, ডিলন হেয়লিগার, আসেলা গুনারত্নে, এহসান আদিল, ফাওয়াদ আলম, ফজল নিয়াজি রহমান, গুনাওয়ার্না জয়াসুরিয়া, অঞ্জনা জয়ারত্নে, ইমাম উল হক, জ্যাকব লিনটট, জশকরন মালহোত্রা, জতিন্দর সিং, জায়ডেন সিলস, জেফরে ভেন্ডারসে, জোন সিম্পসন, জনসন চার্লস, জর্ডান ক্লার্ক, জশ কব, জশুয়া লিটল, করিম জানাত, কেভিন ও’ব্রায়েন, কেভিন সিনক্লেয়ার, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, আমিলা আপনসো, ম্যাথু ফিশার, ম্যাথু পার্কিনসন, মেইল হ্যামন্ড, মীর হামজা, আশান আলী খান, জুনায়েদ খান, নিয়াল স্মিথ, নিতিশ কুমার, প্যাট ব্রাউন, পল আদ্রিয়ান ভন মিকেরেন, চতুরঙ্গ ডি সিলভা, মিনোদ ভানুকা, রায়ান খান পাঠান, রবিন জেমস দাস, ভন ডার মারউই, রস হোয়াইটলি, রায়ান বার্ল, সাদিরা সামিরাউইকরামা, সাহান আরচিজে, সাজিদ খান, স্যাম কুক, নিরওয়ান্থা থিকশিলা ডি সিলভা, শন ডিকসন, শনব উইলিয়ামস, শিরান ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, সুদীপ ত্যাগী, থমাস হেলম, উসমান ঘানি, বীরাস্বামী পারমল, ওয়েন ম্যাডসেন, ওয়েসলি মাধেভেরে, ইয়াসির শাহ, ইউনুস আহমাদজাই।

‘ই’ গ্রেড (২৮১ জন), পারিশ্রমিক ২০ হাজার ডলার : আশির ভালি ভাহিদি, আবরাহ আহমেদ, অ্যাডাম হজ, অ্যাডাম রসিংটন, আদিত্য শেঠি, আদিল ভাট্টি, আদরিয়ান নেইল, আইজাজ খান, অজয় লালচেতা, আখতার শাহ, আলাসডেয়ার ইভান্স, অ্যালেক্স ব্ল্যাক, আলী আবিদ, আলী ইমরান, আলী শফিক, আলিশান শরাফু, এমাদ বাট, অ্যান্ডারসন ফিলিপ, আন্দ্রিস গউস, অ্যাশ ট্যানডন, আকিব ইলিয়াস, আরিশ আলী খান, অ্যারন নিজার, অ্যারন লিলি, আরিয়ান লাকরা, আসগর আফগান, আসগর দুরানি, অ্যাশলে নার্স, আওয়াইস জিয়া, আয়ানা সিরিবর্ধনে, আজমতউল্লাহ ওমরজাই, বাবর হায়াত, বাহার শিনওয়ারি, বাহির শাহ, ব্যারি ম্যাকার্থি, বসন্ত রেগমি, বাসিল হামিদ, বেন কক্স, বেন মাইক, বেন রেইন, বিক্রম সব, বিলাল খান, বিনোদ ভাণ্ডারী, ব্র্যান্ডন গ্লোভার, ক্যালাম পারকিনসন, ক্যালাম ম্যাকলয়েড, চন্দ্রমোহন সুরেন্দ্রন, চার্লস জর্ডান আমিনি, চার্লস মরিস, শেমার হোল্ডার, চিরাগ সুরি, ক্রিস গ্রিভস, চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান, ক্রেইগ ওয়েলেস, ক্রেইগ উইলিয়ামস, ডেল ফিলিপস, ড্যানি ল্যাম্ব, দারউইশ রাসুলি, ডিন ফক্সক্রফট, পুলিনা থারাঙ্গা, ডেভন থমাস, লাসিথ ক্রুসপুল, শেনান ক্রুসপুল, ডিলন পেনিংটন, দীনেশ নকরানি, এডি বাইরম, দুলাঙ্গা এদিরিসিংহে, এডওয়ার্ড বার্নরাড, এহসান খান, এহসান নওয়াজ, দিলশান মুনাবিরা, এলমোর হুচিনসন, ফাহাদ বাবর, ফায়াজ বাট, ফজল হক ফারুকি, ফিন হুডসন প্রেনটিস, গগণদীপ সিং, গ্যারাথ ডিলানি, গৌরব শর্মা, জর্জ স্ক্রিমশো, জেরার্ড ইরাসমাস, ঘামাই জাদরান, গ্রাহাম ক্লার্ক, গুদাকেশ মোটি, হামাদ আরশাদ, হামিদ হাসান, হামিশ ব্যানেট, হাম্মাদ আজম, হামজা হটাক, হামজা তারিক, হরিন্দরজিত সিং সেখন, হারমিত সিং, হারুন আরশাদ, হ্যারি সুইন্ডেলস, হ্যারি টেক্টর, হাসিবউল্লাহ, হাশমতউল্লাহ শহীদী, হাসিথা বোয়াগদা, হাসান খান, ইবতেসাম ইনজামাম, ইকরাম আলিখিল, ইমরান বাট, ইমরান হায়দার, ইমরান মীর, ইকবাল হোসেন, ইরফান করিম, ঈশান মালহোত্রা, ইজহারউল্লাহ নাভিদ, জ্যাক হায়েন্স, জ্যাক লিনিং, জ্যাক টেলর, জ্যাড ডার্নবাচ, জেমস ব্রেসি, জেমস ফুলার, জেমি স্মিথ, জেসন মোহাম্মদ, জিভর রয়্যাল, জেরেমি গর্ডন, জেমস ওয়েদারলি, জর্ডান কক্স, জশ লালোর, জশুয়া ডেভি, জশুয়া বিশপ, জশুয়া জেমস, জুবাইদ আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, কাদিম রাশাদ আলেইনে, কামাউ লেভেরক, কামরান হটাক, কামরান খান, কারিমা গোর, কার্তিক পালানিয়াপ্পান, কাশিফ আলী, কাশিফ দাউদ, কাভিয়ান নারেস, কাভিন্দু নাদিশান, কিয়ন হার্ডিং, কেসরিক উইলিয়ামস, কেভিন কোথিগোদা, খারি পিয়েরে, খাওয়ার আলী, কিঞ্চিত শাহ, জানিথ বিমুক্তি, হাসাঙ্কা রত্নায়েকে, কুশল মাল্লা, কাইল কোয়েতজার, দিলশান মাদুশঙ্কা, লক্ষণ সান্দাকান, লুইস ম্যাকমানাস, লিয়াম ট্রিভাসকিস, জেমস স্টারবাক-কিম্বার, লুক ফ্লেচার, লুক উড, মাইন্দর পাল, নিমেশ বিমুক্তি, মার্ক ডেয়াল, মার্ক ওয়াট, মার্কাস আকারম্যান, ম্যাথু কার্টার, ম্যাথু ক্রস, ম্যাথু পটস, ম্যাক্স ওয়ালার, ম্যাক্সওয়েল প্যাট্রিক ও’দউদ, মাইকেল বার্গেস, মাইকেল লিস্ক, মোহাম্মদ রিশওয়ান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ বুটা, ইমরান রান্ধাওয়া, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাদিম, সালিম সাফি, মোহাম্মদ উমর, মোহাম্মদ ফরাজউদ্দিন, শামাজ নাফওয়ার, আম্মাদ আলম খান, আসাদ গউস, সালমান আলী, মোহাম্মদ তাহা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ জাইদ আলম, মুখতার আহমেদ, মুসা নাদিম আহমেদ, থিলানা ফার্নান্দো, নাথান সোতার, নোমান আলী, নাভদ পারানাভিথানা, নেইল ব্রুম, নেভিলে মাদজিভা, নিকোলাস কির্টন, নিক কেলি, ধনঞ্জয়া পেরেরা, নিশান মাদুশঙ্কা, নিজাকাত খান, নরমান ভানুয়া, নশঠুস কেনজিগে, নুওয়ানিদু ফার্নান্দো, নিম ইয়ং, ওশাদা ফার্নান্দো, পল কফলিন, পবনদীপ সিং, জগজিৎ সিং, পবন সররফ, মালিন্দা পুষ্পকুমারা, পিটার সিলার, রাহুল ভাটিয়া, রবীন্দরপর সিং, রাজা আলী দার, রিচার্ড বেরিংটন, রিচার্ড এনগারাভা, রব কিওহ, রিয়ান হিগিনস, রিয়ান রিকেলটন, সাদ বিন জাফর, সাদ নাসিম, সাচিন্দু কলম্বেজ, সাফইয়ান শরীফ, শাহিবজাদা ফারহান, সাইফ বদর, সাইফ জাইব, সাইম আইয়ুব, সালমান নজর, স্যাম উইসনিউস্কি, দর্শনা সামারাকুন, সামিউল্লাহ শিনওয়ারি, সারমাদ আনোয়ার, সাউদ শাকিল, সৌরভ নেত্রভলকার, জামালউদ্দিন কোরেশি, সৈয়দ শিরজাদ, স্কট স্টিল, শফিকউল্লাহ গাফারি, শহীদউল্লাহ কামাল, শ্যান ডেডসোয়েল, শরফউদ্দিন আশরাফ, সিরাজ আহমেদ, সিদ্দিকী মোহাম্মদ জুনায়েদ, সিকান্দার রাজা, সিমরঞ্জিত সিং, শোয়েবউল্লাহ, সোহেল খান, সোমপাল কামি, শ্রীমন্থা উইজেরত্নে, স্টিভেন ক্রফট, স্টিভেন মুলানি, স্টিভেন টেলর, সুবাস খাকুরেল, সুদীপ্ত অর্ক, সুফিয়ান মেহমুদ, সুলতান আহমেদ, সুমিন্দা লক্ষণ, সৈয়দ আব্দুল্লাহ, আজিজ বিন মোবারক, হায়দার শাহ, তাওয়ান্দা মুয়েওয়ে, টিওন ওয়েবস্টার, টম বেইলি, টম টেলর, উসামা মীর, উসমান খান, উসমান রফিক, বরুণ সেহদেব, বীরনদীপ সিং, বৃত্ত অরবিন্দ, রমেশ মেন্ডিস, ওয়াকার সালামখেইল, রাশেন সামারাউইকরামা, উইলেম লুডিক, উইলিয়াম কনর‍্যাড ফ্রান্সিস স্মিদ, জাভিয়ের মার্শাল, ইউসুফ জাজি, জাহুর খান, জিয়াউর রহমান আকবর, বিসমিল্লাহ খান, হামজা তাহির, জন রাস জাগেসার, মোনাঙ্ক প্যাটেল ও রমিজ শেহজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button