
মাঠের মধ্যে খেলা চলাকালীন অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই ঘটনা ঘটে। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ৯ম ওভারে বাজে ভাষা ব্যবহার করেন ফিঞ্চ, যা ধরা পড়ে স্টাম্প মাইকে। এই কাজের মাধ্যমে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন তিনি। আইসিসির এই আচরণবিধি লঙ্ঘন করায় আনুষ্ঠানিকভাবে তিরষ্কার করা হয়েছে তাকে।
নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ফিঞ্চ। নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, গত ২৪ মাসের মধ্যে যা প্রথম। আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে ৪ বা ততোধিক ডিমেরিট পয়েন্ট কোনো ক্রিকেটারের নামের পাশে যুক্ত হলে নিষেধাজ্ঞায় পড়বেন সেই ক্রিকেটার।
বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ন প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের সাথে ৩ ম্যাচে টি-টুয়েন্টি সিরিজে ৮ রানে পরাজিত হয়েছে ফিঞ্চের অস্ট্রেলিয়া। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে প্রস্তুত ফিঞ্চবাহিনী। আগামী ১২ অক্টোবর ২য় ম্যাচে মাঠে নামবে দুই দল, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে।
ইংল্যান্ড সিরিজ শেষে নিজেদের দেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামবে অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে দলটি। গ্রুপ ‘১’ এ তাদের সঙ্গী নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুইটি দল। আগামী ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অজিরা।