ক্রিকেট ফ্যাক্ট

বাজে ব্যাটিংয়ের পর ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এবার সেন্ট লুসিয়া টেস্টেও ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে সফরকারী বাংলাদেশ। ব্যাটিং অর্ডারের ব্যর্থতায় তিনদিন শেষেই হারের শঙ্কায় পড়ল টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে এসে তাদের স্কোরবোর্ডে জমা করে ৪০৮ রান। ফলে ১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে টাগাররা। তবে দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের।

ইনিংস উদ্বোধন করতে নামা তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে মাত্র ৪ রানের জুটি। ৮ বল মোকাবেলায় ৪ রান করা তামিম সাজঘরে ফিরে গেলে সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। ২১ বলে ১৩ রান করে কেমার রোচের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেন তিনি।

তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে যোগ্য সঙ্গ দিতে পারেননি এনামুল হক বিজয় কিংবা লিটন দাস। দলীয় ১০৪ রানের মাথায় শান্ত সাজঘরে ফিরেন আলজেরি জোসেফের শিকারে পরিণত হয়ে। তার ব্যাট থেকে আসে ৯১ বলে ৪২ রান।

ম্যাচে এক দফা বৃষ্টির হানা দিলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি বাংলাদেশের। সাকিব আল হাসান ব্যক্তিগত ১৬ রানে প্যাভিলিয়নের পথ ধরলে দিনের বাকি সময়টা পার করেন নুরুল হাসান সোহান এবং মেহেদি হাসান মিরাজ।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩২ রান। ক্যারিবিয়ানদের থেকে টাইগারার এখনও পিছিয়ে আছে ৪২ রানে। ব্যাট হাতে সোহান অপরাজিত আছেন ১৬ রান নিয়ে এবং মিরাজ অপরাজিত আছেন কোনো রান না করেই।

বল হাতে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে কেমার রোচ ৩টি, আলজেরি জোসেফ ২টি এবং জেডেন সেলস নিয়েছেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বাংলাদেশ: প্রথম ইনিংস- ২৩৪, দ্বিতীয় ইনিংস: ১৩২/৬। শান্ত ৪২, লিটন ১৯, সাকিব ১৬, সোহান ১৬*
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস- কাইল মায়ার্স ১৪৬, ক্রেইগ ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্পবেল ৪৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button