ক্রিকেট ফ্যাক্ট

বাংলাদেশের হয়ে টেস্ট র‍্যাংকিংয়ে রেকর্ড গড়লেন লিটন দাস

আবারও টেস্ট র‍্যাংকিংয়ে বড় সুখবর পেলেন লিটন দাস। এবার রীতিমত রেকর্ড গড়ে বসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশ দলের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন লিটন দাস। টেস্ট ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক না কেন নিজেকে যেন নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ধারাবাহিকভাবে তার ব্যাটে রানের দেখা মিলছে। ফলে র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে তার।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে লিটন দাস তিন ধাপ উন্নতিতে উঠে এসেছিলেন ২০ নম্বর থেকে ১৭ নম্বরে। তবে আবারও দ্বিতীয় টেস্ট শেষে নতুন করে হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন লিটন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করেছে। বুধবার (১ জুন) র‍্যাংকিং হালনাগাদ করার পর লিটন দাস ১৭ নম্বর থেকে উঠে এসেছেন ১২ নম্বরে। পাঁচ ধাপ উন্নতিতে লিটন দাসের নামের পাশে রয়েছে ৭২৪ রেটিং পয়েন্ট। যা বাংলাদেশী কোনো ব্যাটারের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনকারী ব্যাটার ছিলেন ওপেনার তামিম ইকবাল। ২০১৭ সালে তামিম ইকবালের নামের পাশে ছিল ৭০৯ রেটিং পয়েন্ট। তখন এই ওপেনার অবস্থান করেছিলেন সেরা টেস্ট ব্যাটারদের তালিকায় ১৪ নম্বরে।

এদিকে নতুন করে হালনাগাদকৃত র‍্যাংকিংইয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সেই সাথে দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছিল ২৩ রান। সব মিলিয়ে দ্বিতীয় টেস্ট শেষে মুশফিকুর রহিম উন্নতি করেছেন ৮ ধাপ। মুশফিকুর রহিম বর্তমানে অবস্থান করছেন ১৭ নম্বরে। তার সমান রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে একই স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস।

এছাড়া বোলিং বিভাগে উন্নতি হয়েছে এবাদত হোসেনের। মিরপুর টেস্টে ৪ উইকেট তুলে নেয়া এবাদতের উন্নতি হয়েছে এক ধাপ। এই পেসার বর্তমানে অবস্থা করছেন ৮৪ নম্বরে। তামিম ইকবাল পাঁচ ধাপ অবনতিতে অবস্থান করছেন ৩২ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button