আন্তর্জাতিক

বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন বাবর আজম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। যেখানে অপর প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান।

তিন জাতির এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সূচিও। এই সূচি প্রকাশের পর পাকিস্তান অধ্নায়ক বাবর আজম জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজে খেলতে মুখিয়ে আছেন তিনি। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার মনে করছেন কিউইদের মাটিতে এই সিরিজ বিশ্বকাপের আগে দলের জন্য বেশ কাজে দিবে।

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজকে বিবেচনা করছেন জানিয়ে বাবর বলেন, ‘’নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার খবর শুনে আমি খুশি হয়েছি। এই সিরিজটি আমাদের অনেক সাহায্য করবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুতিকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে এই সিরিজটি।‘’

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাবর আজম চোটের জন্য খেলতে পারেননি। তবে এবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন পাকিস্তান অধিনায়ক।

বাবর আজম যোগ করেন, ‘’আমাদের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে আঙুলের চোটের জন্য খেলতে পারিনি। এবার ক্রাইস্টচার্চে ভালো দুটি প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি।‘’

উল্লেখ্য, এই সিরিজের শুরুটা হবার কথা রয়েছে ৭ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে নিউজিল্যান্ড। ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বার টাইগাররা মুখোমুখি হবে একদিন বিরতি দিয়ে ১১ অক্টবর। ১২ অক্টবর আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। সেরা দুই দল নিয়ে এই সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

এক নজরে দেখে নেয়া যাক ত্রিদেশীয় সিরিজের পুর্নাঙ্গ সূচি

৭ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা (বাংলাদেশ সময়)
৮ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১টা (বাংলাদেশ সময়)
৯ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১টা (বাংলাদেশ সময়)
১০ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৯টা (বাংলাদেশ সময়)
১১ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৯টা (বাংলাদেশ সময়)
১২ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা (বাংলাদেশ সময়)
১৪ অক্টোবর – ফাইনাল, সকাল ৯টা (বাংলাদেশ সময়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button