ক্রিকেট ফ্যাক্ট

বরিশালের ক্ষুদে লেগস্পিনারের প্রশংসায় পঞ্চমুখ শচীন টেন্ডুলকার

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ছয় বছর বয়সী বরিশালের ক্ষুদে লেগস্পিনারের। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হবার পর তা দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী সাবেক ভারতীয় ক্রিকেটার লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকারের কাছেও। যে ভিডিও সামাজিক মাধ্যমে শচীন শেয়ার করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে।

ক্রিকেট বিশ্বে অতীত থেকে বর্তমান, শেন ওয়ার্ন থেকে রশিদ খান সব লেগস্পিনারেরই আধিপত্য দেখা গেছে সর্বদা। প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের স্পিন বিষে নীল করে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া যেন লেগিদের বিশেষ পারদর্শিতা লক্ষ্য করা যায়। বাংলাদেশ দলে লেগস্পিনারদের খুব একটা দেখা না গেলেও বাংলাদেশে এবার দেখা মিলেছে ছয় বছর বয়সী ক্ষুদে লেগস্পিনারের।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ক্ষুদে স্পিনার ক্রমাগত বল করে যাচ্ছেন তার বন্ধুদের সামনে। যেখানে ব্যাট হাতে তার বন্ধুরা ভরকে যাচ্ছে বল মোকাবেলা করতে গিয়ে। লেগস্পিনের এমন জাদু মুগ্ধ করেছে স্বয়ং শচীন টেন্ডুলকারকে।

[আরও পড়ুন: বহিস্কার থেকে বিশ্বকাপ – আফিফ হোসেন ধ্রুবর গল্প]

লিটল মাস্টার খ্যাত শচীন তার টুইটারে ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘’ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেলাম। এটা অসাধারণ। ক্রিকেটের প্রতি এই ছোট্ট ছেলেটির আবেগ ও ভালোবাসা স্পষ্ট।’’

শচীন শুধু টুইটারেই নয়, এই ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকেও। যেখানে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন ক্ষুদে এই স্পিনারকে। শচীনের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খানও।

জানা গেছে ক্ষুদে এই স্পিনারের বাড়ি বাংলাদেশের বরিশালে। তার মামা সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করেন ভাগ্নের বোলিংয়ের। সেখান থেকেই ভাইরাল হয়ে যায় ভিডিও।

নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button