ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে ফরচুন বরিশালকে মাত্র ১ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাই ভোল্টেজ এই ফাইনাল ম্যাচ জিতে প্রথম দল হিসেবে তৃতীয়বারের মত বিপিএলের শিরোপা জিতলো নাফিসা কামালের কুমিল্লা। অন্যদিকে তিনবার ফাইনাল খেলে তিনবারই রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকলে হল বরিশালের প্রতিনিধিত্বকারী দলকে।

শিরোপা জিততে শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। এমন সহন সমীকরণের সামনে ইনিংসের ১৮তম ওভারে বোলিংয়ে এসে দুই রান দেয়ার সঙ্গে ডোয়াইন ব্রাভোর উইকেট নেন সুনীল নারিন। সেখানেই ম্যাচটা ঘুরিয়ে দেন। সেই চাপ আরও বাড়ে নাজমুল হোসেন শান্তর বিদায়ে। মুস্তাফিজুর রহমানের নতুন শিখা ডেলিভারিতে এলবিডউব্লিউ হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওভার থেকে ৬ রান দেন মুস্তাফিজ। তাতে ম্যাচ জিততে শেষ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। তখন ডানহাতি পেসার শহিদুল ইসলামের উপর আস্থা রাখেন ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

প্রথম বলেই ডট দেন, পরের বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন তৌহিদ হৃদয়। তৃতীয় বলে মুজিব উর রহমান আবার এক রান নেন। পরের বল ওয়াইড দেন শহিদুল। আর চতুর্থ বলে দুই রান নিয়ে বরিশালকে খেলায় রাখেন হৃদয়। ২ বলে যখন ৫ রান দরকার তখন তাওহিদ হৃদয়ের ক্যাচ মিস করেন তানভীর ইসলাম, আর সেই সুযোগে ২ রান নেয় বরিশাল। শেষ বলে প্রয়োজন হয় ৩ রান। শেষ বলে হৃদয় কোনো রকম ব্যাটে লাগিয়ে মিড অফ কাভারের মধ্য বল পাঠালে এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, আর তাতে ১ রানে হারে বরিশাল। এতে সাকিবের দলকে হারিয়ে বিপিএলের এবারের আসরে শিরোপা নিশ্চিত করে কুমিল্লা।

জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ইনফর্ম মুনিম শাহরিয়ার। পুরো আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়লেও এদিন শহিদুলের বলে তুলে মারতে গিয়ে মিড অনে ফাফ ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। কুমিল্লার বোলারদের ওপর তাণ্ডব চালান তিন নাম্বারে খেলতে নামা সৈকত আলি।

শেষ পর্যন্ত ৩৪ বলে ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৫৮ রান করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান সৈকত আলি, ক্রিস গেইলের ব্যাট থেকে আসে স ১টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৩৩ রান। সাকিব আল হাসান (৭ বলে ৭) আউট হলে শেষদিকে দায়িত্ব বর্তায় নুরুল হাসান সোহান ১৩ বলে ১৪ ও নাজমুল হোসেন শান্তর ১৫ রান করেন বলে ১২

১ রান করে আউট হন ডোয়াইন ব্রাভো। এতে ধীরে ধীরে ম্যাচ কঠিন হয়ে যায় সাকিবদের জন্য। বলতে গেলে স্লগ ওভারে সুনীল নারাইনের বোলিং লড়াইয়ে ফেরায় কুমিল্লাকে। কুমিল্লার পক্ষে মঈন আলী ও তানভীর ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা। সুনিল নারিনের ব্যাটে বিপিএলের মেগা ফাইনালে পাওয়ারপ্লে শেষে কুমিল্লার সংগ্রহ দুই উইকেটে ৭৩। এই ক্যারিবিয়ান আউট হন ২৩ বলে ৫৭ রান করে। এরপর মিডল অর্ডার ব্যর্থ হলে কুমিল্লা নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে জমা করে ১৫১, মঈন আলীর ৩৮ এবং আবু হায়দার রনির ১৯ রান করে দলে ফাইটিং পজিশনে নিয়ে যান। বরিশালের পক্ষে মুজিব উর রহমান এবং শফিকুল ইসলাম নিয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫১/৯ (২০ ওভার)
নারাইন ৫৭, মঈন ৩৮, রনি ১৯,
মুজিব ২৭/২, শফিকুল ৩১/২,

ফরচুন বরিশাল : ১৫০/৮ -২০ ওভার
মুনিম ৫৮, গেইল ৩৩,
নারাইন ১৫/২ তানভীর ২৫/২

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জিতে চ্যাম্পিয়ন।

-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button