ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

ফ্লেচার পেরেরার ঝড়ে খুলনার ৯ উইকেটের জয়

ইনফর্ম আন্দ্রে ফ্লেচারে ম্লান মোহাম্মদ মিঠুনের দারুণ ইনিংস। মিঠুনে ভর করে খুলনা টাইগার্সকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল সিলেট সানরাইজার্স। কিন্তু এই রান ধোপে টেকেনি খুলনা টাইগার্সের কাছে। এক ফ্লেচারই চার-ছয়ের ঝড় তুলে স্রেফ উড়িয়ে দিয়েছে মুসাদ্দেক মিঠুনের সিলেটকে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৪২ রান তুলে সিলেট। রান তাড়া করতে নেমে ৩৪ বল হাতে রেখে ৯ উইকেটে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। ফ্লেচার ৪৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন।

সিলেট সানরাইজারসের হয়ে স্পিনার নাজমুল ইসলাম অপু ৩৯ রানের বিনিময় এক উইকেট পান। বাকিরা সবাই ছিল ব্যর্থ।

এর আগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান জড়ো করে সিলেট। দলের পক্ষে অর্ধশতক হাঁকান মোহাম্মদ মিঠুন।

ওয়ান ডাউনে নেমে ৫১ বলে ৭২ রান করার পথে মিঠুন হাঁকান ৬টি চার ও ৪টি ছক্কা। ৩৪ রানে ৩ উইকেট পতনের পর মিঠুনের সাথে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, ৩টি চার ও ২টি ছক্কায় যিনি ৩৪ রান করেন ৩০ বলের মোকাবেলায়।

সিলেট সানরাইজারসের ওপেনার এনামুল হক বিজয় এক ম্যাচে রান পেলেও আর কোনো বলার মত পারফর্ম করতে পারেন নি তিনি। এমন কি আজ ও ছিলেন ব্যর্থ! বাকিদের মধ্য ইনগ্রাম, সিমন্স কারো ব্যাটেই রান নেই।

খুলনার পক্ষে ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ, ২০ রানের খরচায়। আর মাত্র ১০ রান দিয়ে নাবিল সামাদ শিকার করেন একটি উইকেট বোলিং করেন চার ওভার।

সংক্ষিপ্ত স্কোর

টস : খুলনা টাইগার্স

সিলেট সানরাইজার্স : ১৪২/৫ (২০ ওভার) মিঠুন ৭২, মোসাদ্দেক ৩৪ খালেদ ২০/২, নাবিল ১০/১

খুলনা টাইগার্স : ১৪৪/১ (১৪.২ ওভার) ফ্লেচার ৭১*, সৌম্য ৪৩, পেরেরা ২২* অপু ৩৯/১

ফল : খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী।

-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button