ক্রিকেট ফ্যাক্ট

ফর্মে ফিরতে কোহলিকে অদ্ভুত পরামর্শ দিলেন ডেভিড ওয়ার্নার

ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। একটা সময় ব্যাট হাতে ক্রিজে দাঁড়ালে বোলাররা যেখানে হিমশিম খেতো কোহলির সামনে সেই কোহলি কিনা রানখরায় ধুঁকছেন! শুধু হাতেগোনা কয়েক ম্যাচ নয়, বেশ লম্বা সময় ধরেই বড় স্কোরের দেখা পাচ্ছেন না কোহলি। সেই সাথে জাতীয় দলের অধিনায়কত্ব হারানো সহ আইপিএলেও রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের অধিনায়কত্ব হারিয়েছেন কোহলি।

জাতীয় দল কিংবা আইপিএল কোথাও যেন হাসছে না কোহলির ব্যাট। এবারের আইপিএল আসরে এখন পর্যন্ত মাত্র দুটি অর্ধশত রানের দেখা পেয়েছেন কোহলি। যা আবার টি-টোয়েন্টি ফরম্যাটের সাথে বড্ড বেমানান স্ট্রাইকরেটের দিক বিবেচনায়।

স্বভাবতই কোহলির এমন দশায় চিন্তামগ্ন তার ভক্তরা। শুধু তার ভক্তরাই নয় ক্রিকেট বিশ্বের অন্যান্য ক্রিকেটাররাও তার এমন ফর্ম নিয়ে ভাবছেন বেশ। সম্প্রতি দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারলে আবারও ফর্মে ফেরা সম্ভব কোহলির।

তবে ডি ভিলিয়ার্সের পক্ষ থেকে এরকম কৌশল বাতলে দেয়া হলেও অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার দিয়েছেন ভিন্ন এক পরমর্শ। ব্যাট হাতে রানে ফেরার জন্য কোহলি অনেকটা অদ্ভুত এক পরামর্শই দিয়ে বসেছেন ওয়ার্নার এমনটা বলাই যায়।

বিশ্বের যত ভালো খেলোয়াড়ই হোক না কেন খারাপ সময় আসতেই পারে এমনটা জানান ওয়ার্নার। তবে এসব কাটিয়ে উঠতে কোহলিকে আরও কয়েকটি সন্তান নেয়ারও পরামর্শ দেন এই অজি তারকা!

অদ্ভুত এমন পরামর্শ দিয়ে ওয়ার্নার কোহলিকে বলেন, ‘’আরও কয়েকটি সন্তান নাও এবং ভালোবাসা উপভোগ করো! ফর্ম অস্থায়ী এবং ক্লাস স্থায়ী। তাই আপনি আপনার ফর্ম হারাতে পারবেন না। বিশ্বের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই এমনটা (অফ ফর্ম) ঘটে। আপনি যত ভালো খেলোয়াড়ই হোন না কেন, আপনার সবসময় এই উত্থান-পতন থাকবেই। কখনও কখনও সেখানে ফিরে আসার আগে আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। তখন মৌলিক বিষয়গুলো মেনে চলুন।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button