ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

প্লে-অফ নিশ্চিত করলো কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৬তম ম্যাচে স্বাগতিক সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান জমা করে সিলেট। ব্যাট হাতে এদিনও চড়াও হয়েছিলেন আফ্রিকান কলিন ইনগ্রাম। যদিও আগের ম্যাচের মত এবারও অল্পের জন্য শতক হাতছাড়ার আক্ষেপে পুড়তে হয়েছে।

আসরে নিজের তৃতীয় অর্ধশতকহাঁকিয়ে শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হওয়ার আগে ৬৩ বলে ৮৯ রান করেন, ইনিংসটি সাজান হ ৯টি চার ও ৩টি ছক্কা দিয়ে। উদ্বোধনী জুটিতে ইনগ্রামের সাথে ১০৫ রান যোগ করেন এনামুল হক বিজয়। ৩৩ বলে ৪৬ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। বিজয়ের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

কুমিল্লার সফল বোলার মুস্তাফিজুর রহমান ২৩ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট শিকার করেন অফ-স্পিনার সুনীল নারাইন ও বামহাতি স্পিনার তানভীর ইসলাম।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই লিটন দাস ও ডু প্লেসিকে কে হারিয়ে ফেলে কুমিল্লা। এরপর মঈন আলীকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩৫ বলে ৪৬ রান করে মঈন বিদায় নিলেও মাহমুদুল হাসান জয় হাল ছাড়েননি।

শেষ পর্যন্ত ৫০ বলে ৬৫ রান করে আউট হন জয়। ইনিংটি সাজান ৭টি চার ও ২টি ছক্কার সহায়তায়। ইমরুল কায়েস শেষ দিকে ৮ বলে ১৬ রান করেন।

শেষ দিকে কুমিল্লাকে দারুণ জয় এনে দেন সুনীল নারাইন। গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠে নিশ্চিত করেন দলের প্লে-অফ। ১২ বলে গড়া তার ২৪ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন অলরাউন্ডার আবু হায়দার রনি। কুমিল্লা জয় পায় ১ বল ও ৪ উইকেট হাতে রেখে।

সিলেটের পক্ষে দুই উইকেট করে লাভ করেন আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম অপু।  ৯ ম্যাচে মাত্র এক জয় নিয়ে সিলেট পর্ব শেষ করেছে সিলেট সানরাইজার্স।

সংক্ষিপ্ত স্কোর

টস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেট সানরাইজার্স : ১৬৯/৫ (২০ ওভার) ইনগ্রাম ৮৯, বিজয় ৪৬, সিমন্স ১৬ মুস্তাফিজ ২৩/৩, নারাইন ৩৪/১, তানভীর ৩৭/১

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭৩/৬ (২০ ওভার) জয় ৬৫, মঈন ৪৫, নারাইন ২৪*, ইমরুল ১৬ আলাউদ্দিন ২৪/২, অপু ৩৬/২

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button