ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

প্রথম বাংলাদেশী হিসেবে সাকিবের নতুন রেকর্ড

আরও একটি নতুন রেকর্ড গড়লেন ‘রেকর্ড রাজ’ সাকিব আল হাসান। বিপিএলের অষ্টম আসরে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই নতুন একটি রেকর্ড দখলে নিয়েছেন এই অলরাউন্ডার।

বিপিএলের এবারের আসরে সাকিব আল হাসান মাঠ মাতাচ্ছেন ফরচুন বরিশালের জার্সিতে। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করা সাকিব নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই নতুন রেকর্ডটি করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান দখলে নিয়েছেন মোট ৪০০ উইকেট। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন সাকিব।

বিশ্ব ক্রিকেটে সাকিবের এই রেকর্ড তাকে পঞ্চম স্থানে ঠাই করে দিলেও বাংলাদেশের হয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের দেখা পেলেন এই টাইগার অলরাউন্ডার।

বিপিএলের এবারের আসর শুরু হবার আগে সাকিব আল হাসানের নামের পাশে ছিল ৩৯৮ উইকেট। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয়ার দিন সাকিব পেয়েছিলেন ১টি উইকেট। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচ হারলেও এই ম্যাচে তার ১ উইকেট নেয়ার মধ্য দিয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

অন্যদিকে তার রেকর্ড হয়েছে আরও একটি। টি-টোয়েন্টি ক্রিকেটে একইসাথে ৫ হাজার রান ও ৪০০ উইকেট নেয়ার রেকর্ডে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখিয়েছেন সাকিব। এই তালিকায় সাকিবের সাথে রয়েছেন কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

সাকিবের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে আরও চারজন ক্রিকেটার ৪০০ বা তার বেশি উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।  সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তার উইকেটসংখ্যা ৫৫৫টি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমরান তাহিরের উইকেটসংখ্যা ৪৩৫টি। এই তালিকায় তিন ও চার নম্বরে থাকা সুনিল নারাইন ও রশিদ খানের উইকেটসংখ্যা যথাক্রমে ৪২৫ ও ৪২০টি। পাঁচ নম্বরে থাকা সাকিবের উইকেটসংখ্যা ৪০০টি।

এই ৪০০ উইকেট নিতে সাকিব খেলেছেন ৩৫৩টি ম্যাচ। ২১.১৭ গড়ে সাকিবের বোলিং ইকোনোমি ৬.৮০। তার ক্যারিয়ার সেরা বোলিং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ রানে ৬ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button