প্রথম টেস্টে দলের ব্যর্থতায় কি বার্তা দিলেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরজের প্রথম ম্যচের প্রথম ইনিংসে টাইগার ব্যাটারদের ছিল অসহায় আত্মসমর্পন। গত বেশ কয়েকটি সিরিজ ধরেই অধারাবাহিক এই ব্যাটিং লাইনআপের চিত্রটা বদলায়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে সাদা পোশাকের সিরিজেও। প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ দল অবশ্য দ্বিতীয় ইনিংসে সাকিব-সোহানের ব্যাটিং দৃঢ়তায় ছোট লক্ষ্য বেধে দিতে সক্ষম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। যদিও তা চতুর্থ দিনের শুরুতেই টপকে গিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান নিজেদের ব্যাটিং লাইনআপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন ব্যাটিং নিয়ে আলোচনা করতে চাননা তিনি। এ ব্যাপারে কোচের দিকেও ইঙ্গিত তার।
সাকিব বলেন, ‘’দেখুন! এটাতো আমার আসলে খুব একটা আলোচনার বিষয় না। কোচেরই আলোচনার বিষয়। এখন আমি যদি কোচিংও করাই, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা।‘’
একদশে থাকা ক্রিকেটাররা নিজেদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারলে সবকিছু আরও ইতিবাচক হবে বলেও মনে করেন সাকিব। টেস্ট অধিনায়কের ভাষ্য, ‘’আমার মনে হয়, আমার যতটুকু কাজ ততটুকুতে থাকাই ভালো। আমার দায়িত্ব যতটুকু আছে, সেটা পালন করার চেষ্টা করবো। বাকি যাদের যে কাজটা আছে, সেটা করলেই সবার কাজটা সহজ হয়ে যায়।‘’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের মান বাঁচানোর লড়াইয়ে সাকিবের সঙ্গী হিসেবে ছিলেন নুরুল হাসান সোহান। পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে সাকিবের সাথে পাল্লা দিয়ে রানও করেছেন এই ব্যাটার। সোহানের দ্বিতীয় ইনিংসে এমন ব্যাটিং নিয়ে সাকিবের মত চাপে থেকেও ভালো ব্যাটিং করেছেন সোহান। সেই সাথে জানালেন বাকি ব্যাটাররা ভালো করতে পারলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব।
সাকিব যোগ করেন, ‘’এখান থেকে নেয়ার অনেক কিছুই আছে। নুরুল চাপে ছিল। সে নিজেকে যেভাবে প্রকাশ করেছে এটা ভালো ব্যাপার। অন্য ব্যাটাররা একই অ্যাপ্রোচ নিতে পারে এবং পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারে।‘’